Advertisement
Advertisement

পাক দূতাবাসে ভিসা আনতে গিয়ে অপমানিত ইমরান তাহির

প্রায় ৫ ঘণ্টা ধরে চূড়ান্ত হয়রানির শিকার পাক বংশোদ্ভূত ক্রিকেটার।

Cricketer Imran Tahir thrown out' by Pakistan High Commission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2017 11:07 am
  • Updated:September 6, 2017 11:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিতর্কে পাকিস্তান। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল ইমরান তাহিরের। কিন্তু নিজের এবং পরিবারের জন্য ভিসার আবেদন করতে গিয়েই অপমানিত হতে হল পাক বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারটিকে। সোমবার বার্মিংহামে অবস্থিত পাক দূতাবাসে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করানোর পর সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয তাঁকে। শেষপর্যন্ত অবশ্য পাক হাই কমিশনার ইবন এ আব্বাসের মধ্যস্থতায় ভিসা পান তাহির। তবে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইমরান টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

[এবার শহিদ কন্যা জোহরার পড়াশোনার দায়িত্ব নিলেন গম্ভীর]

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গি আক্রমণের ঘটনায় মুখ পুড়েছিল পাকিস্তানের। তারপর থেকে কোনও দেশই সেখানে খেলতে যেতে রাজি হয়নি। তবে আইসিসি-র উদ্যোগে ফের একবার ক্রিকেট ফিরতে চলেছে পাকিস্তানে। সাতটি টেস্ট খেলিয়ে দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি বিশ্ব একাদশ সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। আগামী ১২, ১৩ এবং ১৫ তারিখ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেগুলি। কিন্তু তার আগেই ফের একবার এই ঘটনায় মুখ পুড়ল ভারতের প্রতিবেশী দেশটির।

Advertisement

[এবার পুজোয় বাংলা গান বাগানের কামো-ক্রোমার গলায়]

নিজের টুইটার হ্যান্ডেলে গোটা ঘটনাটির কথা জানিয়েছেন তাহির। তিনি লেখেন, ‘বার্মিহাংমে পাকিস্তানের দূতাবাসে দুভার্গ্যজনক ঘটনার সাক্ষী থাকতে হল আমাকে। দূতাবাসে আমার নিজের এবং পরিবারের ভিসার কাগজপত্র আনতে গিয়েছিলাম। প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করার পর আমাকে জানানো হয় কাজের সময় শেষ, দূতাবাস বন্ধ করার সময় এসেছে। এরপরই হাইকমিশনার ইবন এ আব্বাস সাহায্যে এগিয়ে আসেন। বিশ্ব একাদশের হয়ে আমার পাকিস্তানে খেলতে যাওয়ার কথা, তবুও এই ব্যবহার খুবই হতাশাজনক! তবে পাকিস্তানের হাই কমিশনার ইবন এ আব্বাসকে অসংখ্য ধন্যবাদ।’ যদিও ঘটনার কথা সামনে আসতেই নড়চড়ে বসেছে পাক সরকার। মন্ত্রী এহসান ইকবাল টুইট করে তাহিরের কাছে ক্ষমা চান। লেখেন, ‘তোমার পোস্টটি পড়ে খুব খারাপ লাগছে। গোটা ঘটনার তদন্ত করা হবে। যাঁরা দায়ী তাঁদের শাস্তিও দেওয়া হবে।’

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ