Advertisement
Advertisement

Breaking News

গুরু ফার্গির চোখে এই প্রজন্মের সেরা রোনাল্ডোই

“ফুটবলে প্রত্যেক প্রজন্মেই ছবিটা এক৷ একাধিক সেরা ফুটবলার উঠে এলেও, কেউ না কেউ স্পেশাল থাকে৷ আমার মতে এই প্রজন্মে সেই বিশেষ ফুটবলারটি রোনাল্ডো ছাড়া আর কেউ নয়৷”

Cristiano Ronaldo's athleticism hailed by former coach Sir Alex Ferguson
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 1:48 pm
  • Updated:July 15, 2016 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বাকি ফুটবলারদের সঙ্গে ওর ফারাকটা আশা করি বুঝে গিয়েছেন সবাই? প্রশ্নকর্তা কে হতে পারেন? স্যর অ্যালেক্স ফার্গুসন৷ যাঁর মতে, এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বিচার করতে বসলে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কাউকে ভাবা যাবে না৷

স্তাদ দ্য ফ্রান্স-এ প্রিয় ছাত্রের খেলা দেখতে উপস্থিত ছিলেন ফার্গি৷ সেখানে প্রাক্তন কোচকে দেখতেই জড়িয়ে ধরেছিলেন রোনাল্ডো৷ ম্যান ইউয়ের প্রাক্তন কোচ জানিয়েছেন, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টাই এগিয়ে নিয়ে যায় রোনাল্ডোকে৷ তাঁর কথায়, “শুধু এই খেলা বলে নয়৷ সব কিছুতেই সাফল্য পেতে গেলে ইচ্ছাটা জরুরি৷ রোনাল্ডোর এই ইচ্ছাটা মারাত্মক৷ এর জন্য প্র্যাকটিসে বাড়তি ঘাম ঝরাতেও তৈরি ও৷” ফার্গি বলে চলেন, “ছয় বছর ওকে কাছ থেকে দেখেছি৷ বড় ম্যাচ এলেই যেন ওকে অন্য চেহারায় দেখা যায়৷ ও জিততে ভালবাসে৷ ইউরোর ফাইনাল সেটা প্রমাণ করে দিল৷ হয়তো চোটের কারণে পুরো সময় মাঠে থাকেনি৷ কিন্তু দলকে তাতিয়ে গিয়েছে৷ সেটাই বা কম কী?”

Advertisement

ronaldo1_web

Advertisement

দু-পায়েই মারাত্মক শট আছে৷ স্পটজাম্প করে অনেকটা উঠে গোল করার ক্ষেত্রেও রোনাল্ডো টপকে গিয়েছেন বাকিদের৷ ইউরোয় ওয়েলসের বিরু‌দ্ধে তাঁর হেডে গোল করার ছবি এখনও টাটকা৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফার্গুসন জানিয়েছেন, “প্র্যাকটিসে ও প্রচুর শট মারা প্র্যাকটিস করে৷ সেটা দু-পা দিয়েই৷ হেডেও প্রচুর গোল করে৷ এগুলিতে ওর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে৷ আগের থেকে ও নিজেকে উন্নত করেছে৷ সাধারণ ফুটবলাররা কেরিয়ারে ছয় থেকে আট বছর সেরা পারফরম্যান্স করতে পারে৷ রোনাল্ডো এই কাজটা গত দশ বছর ধরে করে আসছে৷ এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে রাখে৷”

ronaldo

রোনাল্ডো-মেসি নিয়ে আলোচনা ফুটবল বিশ্বে নতুন নয়৷ আর্জেণ্টাইন তারকার কথা না উঠলেও, ম্যান ইউয়ের প্রাক্তন ম্যানেজার বুঝিয়ে দিলেন, তাঁর কাছে সেরা রোনাল্ডোই৷ ফার্গুসনের কথায়, “ফুটবলে প্রত্যেক প্রজন্মেই ছবিটা এক৷ একাধিক সেরা ফুটবলার উঠে এলেও, কেউ না কেউ স্পেশাল থাকে৷ আমার মতে এই প্রজন্মে সেই বিশেষ ফুটবলারটি রোনাল্ডো ছাড়া আর কেউ নয়৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ