সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোস্ট এলিজিবল ব্যাচেলার’-এর তকমা ঘুচল। মিডিয়াকে ঘুণাক্ষরে জানতে না দিয়ে গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া। রবিবার ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। ওই পোস্টে বিয়ের অনুষ্ঠানের ঝলমলে ছবিও দিয়েছেন তিনি। পাত্রী কে?
View this post on Instagram
ইনস্টাগ্রামের পোস্টে ভক্তদের উদ্দেশে বার্তায় প্রেমিক নীরজকে পাওয়া গেল এদিন। তিনি লিখেছেন, “আমার পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়। প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহুর্তটিতে পৌঁছে দিল। ভালোবাসার বন্ধনে আবব্ধ হলাম, সারা জীবনের মতো।” জ্যাভলিনের মতোই ভালোবাসার লক্ষ্যেও যে নীরজ অবিচল, তা তাঁর এভাবে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াতেই স্পষ্ট হয়ে গেল। ইনস্টাগ্রামে পোস্টের একদম শেষে জানানো হয়েছে কনের নাম হিমানি। হিন্দিতে লেখা হয়েছে নীরজ, মাঝে হৃদয়ের ইমোজি, তারপর হিমানি।
নীরজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর কাকা। সূত্রের খবর, হিমাচলে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ ছিল নীরজ-হিমানির। বিয়ের ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ৪০-৫০ জন সদস্যই উপস্থিত ছিলেন। পুরো বিষয়টিকে গোপন রাখা হয়। যথাক্রমে ১৪, ১৫ এবং ১৬ তারিখে ছিল বিয়ের বিভিন্ন আচার। এদিন নীরজের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, বিয়ের আসরে গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র। মাথায় ছিল একই রঙের পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক। তাঁর গলাতেও ছিল গোলাপি রঙের গোলাপ ফুলের মালা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরেই বিদেশে মধুচন্দ্রিমা কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন সদ্য বিবাহিত দম্পতি। তাঁরা দেশে ফিরলে পরিবারের তরফে একটি বড় অনুষ্ঠান করা হবে। যেখানে আমন্ত্রিত হবেন অনেকেই। ওই অনুষ্ঠান গোপন রাখা হবে না বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.