Advertisement
Advertisement

Breaking News

“অধরা আই লিগের স্বাদ পেতেই মোহনবাগানে এসেছি”

সকালে কলকাতায় পা দিয়েই মোহনবাগানের নতুন বিদেশি স্ট্রাইকার ডারেল ডাফি বললেন, “তিন বছর সালগাঁওকরে খেলেও আই লিগ পাইনি৷ এবার তাই আই লিগ জেতার স্বাদ পেতে চাই৷ সেই জন্যই বাগানে সই করার সিদ্ধান্ত নিলাম৷”

duffy has reached kolkata on monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 3:00 pm
  • Updated:July 18, 2016 3:00 pm

স্টাফ রিপোর্টার: মোহনবাগানে খেলার জন্য শহরে চলে এলেন ডারেল ডাফি৷ অনুশীলনে নামবেন মঙ্গলবার সকাল থেকে৷

এক সপ্তাহের উপরে সবুজ-মেরুনের অনুশীলন শুরু হয়ে গেলেও, কোনও বিদেশি হাতে পাননি কোচ শঙ্করলাল চক্রবর্তী৷ ফিজিও গার্সিয়াও অনুশীলন শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার থেকে৷ কিন্তু কলকাতা লিগে যে বিদেশি ফুটবলাররা খেলবেন, তাঁদের এখনও পর্যন্ত ফিটনেস ট্রেনিং করানোর সুযোগ পাননি৷ তাই মঙ্গলবার অনুশীলনে নেমে পড়বেন ডাফি৷

Advertisement

এবার কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না, অনেক আগেই জানিয়ে দিয়েছিল মোহনবাগান৷ যে কারণে বিশ্রামের জন্য কলকাতা লিগ থেকে সঞ্জয় সেন নিজেকে সরিয়ে রেখেছেন৷ যদিও রোজই অনুশীলনে এসে কলকাতা লিগের ঘোষিত কোচ শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে আলোচনা করছেন লিগের দল নিয়ে৷ এতদিন ধরে ট্রায়াল নিয়ে ২৫ জন ফুটবলারকে বেছে নিয়েছেন শঙ্করলাল৷ যার মধ্যে জেজের ভাই সিএল রুলতাও রয়েছেন৷ এবার দরকার শুধু বিদেশি৷

Advertisement

অনেকে বলেন, গত দু’বছর ধরে মোহনবাগানের এই সাফল্যের পিছনে অন্যতম কারণ গার্সিয়ার মতো ফিজিওর দলে থাকা৷ সেই গার্সিয়া বলছিলেন, “সবে তো এক সপ্তাহ হল৷ মঙ্গলবার সকালে একটা অনুশীলন ম্যাচও খেলব৷ লিগ শুরুর আগে হাতে দু’সপ্তাহ সময়ও পাব৷ তারমধ্যে নিশ্চয়ই সবাইকে তৈরি করে নিতে পারব৷” এদিকে, সকালে কলকাতায় পা দিয়েই মোহনবাগানের নতুন বিদেশি স্ট্রাইকার ডারেল ডাফি বললেন, “তিন বছর সালগাঁওকরে খেলেও আই লিগ পাইনি৷ এবার তাই আই লিগ জেতার স্বাদ পেতে চাই৷ সেই জন্যই বাগানে সই করার সিদ্ধান্ত নিলাম৷” সালগাঁওকরে খেলার সময় দর্শক থেকে শুরু করে অন্য কোনও ব্যাপারে সেরকম কোনও চাপ অনুভব করতে হত না৷ এখানে সমর্থক থেকে শুরু করে মিডিয়ার চাপ৷ পারবেন সফল হতে? ডাফি বললেন, “কোনও চাপই আমার জন্য চাপ নয়৷ রেঞ্জার্সে খেলার সময় প্রচুর দর্শকের সামনে খেলতাম৷ তাই বেশি
দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে৷”

মঙ্গলবার সকালে পিয়ারলেসের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে মোহনবাগান৷ যে দলে আবার সই করে অনুশীলন শুরু করে দিয়েছেন রহিম নবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ