Advertisement
Advertisement

পিয়ারলেসকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

মেহতাব, রফিকদের খেলা কি মন ভরালো দর্শকদের? তেমনটা কিন্তু এদিনও বলা যাচ্ছে না৷

east bengal beat peerless by 2-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 6:43 pm
  • Updated:August 7, 2016 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ হিসেবে ইস্টবেঙ্গলে নিজের প্রথম ইনিংসেই কলকাতার ফুটবলভক্তদের পাল্স বুঝে গিয়েছিলেন ট্রেভর জেমস মর্গ্যান৷ ব্রিটিশ কোচ জানেন, দল যতই ভাল খেলুক, না জিতলে কোনও মূল্য পাওয়া যাবে না৷ তাই দ্বিতীয় ইনিংসে ভাল পারফরম্যান্সের থেকে জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ৷ ঘরোয়া লিগে প্রথম ম্যাচে সংবাদ প্রতিদিন ভবানীপুরকে হারিয়ে তিন পয়েন্ট ঝুলিতে ভরেছিল ইস্টবেঙ্গল৷ এদিনও তার ব্যতিক্রম হল না৷ কিন্তু পারফরম্যান্স? মেহতাব, রফিকদের খেলা কি মন ভরালো দর্শকদের? তেমনটা কিন্তু এদিনও বলা যাচ্ছে না৷

প্রথমার্ধে দু’টো দুরন্ত গোল৷ প্রায় একই পজিশন থেকে হেডারে গোল করলেন রাহুল ও অর্ণব৷ তাও আবার দু’টোই মেহতাবের কর্নার কিক থেকে৷ পরপর দেখলে অ্যাকশান রিপ্লেও মনে হতে পারে৷ আর সেই সঙ্গেই দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায়৷ পিয়ারলেস বক্সে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েও গোল মুখ খুলতে ব্যর্থ ডংরা৷ এত গেল প্রথমার্ধ৷ কিন্তু তারপর? দ্বিতীয়ার্ধে তো মনে রাখার মতো কিছুই হল না৷ ডিকার অভাবে মাঝমাঠের সাপলাই লাইন কার্যত বন্ধই হয়ে গিয়েছিল৷ ফলে আক্রমণের ঝাঁঝ যেন ক্রমেই ফিকে হয়ে গেল৷ আদিলেজা, অবিনাশদের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে শুধু হতাশই নয়, অবাকও হয়েছে বিশেষজ্ঞ মহল৷

Advertisement

ভবানীপুর ম্যাচের পর মর্গ্যানের চিন্তা ছিল ডিফেন্স নিয়ে৷ এদিনের পর মাঝমাঠ নিয়েও যে তাঁকে নতুন করে অঙ্ক কষতে হবে, তা আর বলে দেওয়ার প্রয়োজন হয় না৷ স্বস্তি একটাই৷ ফুজা তোপের ছেলেদের বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে নেমেছিলেন মেহতাবরা, তা পূরণ হয়েছে৷ টানা দু’ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড৷

Advertisement

টালিগঞ্জের সঙ্গে ড্র আর এরিয়ানের বিরুদ্ধে জয়ের ফলে ভাল জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন নবিরা৷ তবে এদিন তাঁরা সেভাবে নজর কাড়তে পারলেন না৷ অবনমনের চাপটা তাই রয়েই গেল৷

পিয়ারলেসের বিরুদ্ধে কি আরও অনায়াসে জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের? ডার্বিতে এই দল জিততে পারবে তো? দ্বিতীয় ম্যাচের পর ময়দানে কিন্তু এসব আলোচনা শুরু হয়ে গেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ