Advertisement
Advertisement

Breaking News

সাদার্নকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল

ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে ইস্টবেঙ্গল৷

East Bengal beat Southern Samiti by 2-1
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 8:26 pm
  • Updated:August 29, 2016 4:37 pm

ইস্টবেঙ্গল – ২ (জিতেন, ডং)      সাদার্ন সমিতি – ১ (বসন্ত)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটা ম্যাচ৷ ফের তিনটে পয়েন্ট৷ আর সেই সুবাদে লিগ তালিকার শীর্ষেই রইল দল৷ তা সত্ত্বেও একটা বিষয় নিয়ে কিছুতেই চাপমুক্ত হতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান৷ সেটা হল দলের ডিফেন্স৷

Advertisement

সার্দান সমিতির মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের কাছেও শুরুতে গোল হজম করছেন গুরবিন্দররা৷ যা মোটেই ভাল লক্ষণ নয়৷ খেলার সাত মিনিটে হেডে গোল করে সাদার্নকে এগিয়ে দেন বসন্ত৷ তবে প্রথমার্ধেই যা করার করে ফেলেন ইস্টবেঙ্গল৷ মেহতাবের কর্নার থেকে গোল করতে কোনও ভুল করেননি জিতেন মুর্মু৷ চলতি কলকাতা লিগে এই নিয়ে তিনটি গোল হয়ে গেল জিতেনের৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল-হলুদ সমর্থকদের স্বস্তি ফেরায় ডো ডংয়ের গোল৷ দ্বিতীয়ার্ধে অবশ্য সাদার্নের ডিফেন্স ভাঙতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা৷ এ মরশুমে ফিল্ড পজিশন থেকে এখনও পর্যন্ত গোল করতে ব্যর্থ কোরিয়ান তারকা ডং৷ এর আগে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি৷ এদিনও তাই করলেন৷ এই বিষয়টাও নিঃসন্দেহে খানিকটা ভাবাবে কোচকে৷

Advertisement

ডার্বির দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে৷ তাই এখন থেকে সব ম্যাচগুলিকেই ডার্বির প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন কোচ মর্গ্যান৷ এই অবস্থায় একটিও পয়েন্ট হাতছাড়া করতে রাজি নন তিনি৷ এদিকে, গত ম্যাচে মোহনবাগান পয়েন্ট নষ্ট করায় বাড়তি সুবিধা পেয়েছে টানা ছ’বারের চ্যাম্পিয়নরা৷ ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে ইস্টবেঙ্গল৷ দল এখনও অপরাজেয়৷ এই বিষয়টাই লাল-হলুদ শিবিরকে অতিরিক্ত অক্সিজেন জোগাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ