Advertisement
Advertisement

ইস্টবেঙ্গলকে আই লিগ দিতেই এসেছি: ওয়েডসন

বৃহস্পতিবার ফিরে যাচ্ছেন হাইতি৷ দলের সঙ্গে যোগ দেবেন আই লিগের প্রস্তুতির সময়৷

East Bengal sign Wedson Anselme
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 12:07 pm
  • Updated:November 9, 2016 12:09 pm

স্টাফ রিপোর্টার: অবশেষে ইস্টবেঙ্গল তাঁবুতে বসে সরকারিভাবে ওয়েডসন ঘোষণা করলেন, আগামী মরশুম পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলেই৷ সঙ্গে সঙ্গে লাল-হলুদ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যও জানিয়ে দিলেন, কোচের ইচ্ছেমতো ডংকে ছেড়ে দিচ্ছেন তাঁরা৷ এরপরেও যদি দীর্ঘ চুক্তি দেখিয়ে এই মরশুমে থেকে যেতে চান ডং? ফুটবল সচিব বললেন, “মরগ্যান বলেছেন, জোর করে থেকে গেলে ডংকে আই লিগে রেজিষ্ট্রেশনই করানো হবে না৷”

ওয়েডসনের সঙ্গে সই হয়েছিল মে’মাসে৷ কলকাতায় এসে ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যর অফিসে বসে কলকাতা লিগের সঙ্গে আই লিগের জন্যও লাল-হলুদের চুক্তিপত্রে সই করেছিলেন তিনি৷ ইস্টবেঙ্গলে সই করলেও বাংলাদেশের ক্লাব ধানমুন্ডির সঙ্গে চুক্তির জটিলতায় কলকাতা লিগে খেলা হয়নি সোনি নর্ডির বন্ধু এই হাইতি স্ট্রাইকারের৷ কেন না, ধানমুন্ডি জানিয়েছিল, ৭ নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি ওয়েডসনের৷ চুক্তি শেষ হতেই ইস্টবেঙ্গল তাঁবুতে বসে ওয়েডসন জানিয়ে দিলেন তিনি ইস্টবেঙ্গলের৷ তবে আগের করা চুক্তির সঙ্গে এদিন নতুন করে একটু সংযোজন ঘটেছে৷ ঠিক হয়েছে, এই আই লিগের সঙ্গে সামনের মরশুমের জন্যও চুক্তিবদ্ধ ওয়েডসন৷

Advertisement

এই মরশুমে বাংলাদেশ লিগে ৯ ম্যাচে গোল সংখ্যা ৯৷ গত মরশুমে বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি৷ অন্যান্য ক্লাবের প্রস্তাব থাকলেও হঠাত্‍ করে ইস্টবেঙ্গলে কেন? ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার বললেন, “যেহেতু ইস্টবেঙ্গল সবার আগে প্রস্তাব দিয়েছিল৷ ওদের সম্মতি দিয়েছিলাম৷’’ সোনি যদি মোহনবাগানে খেলেন, তাহলে সেই সোনি বনাম ওয়েডসন? হাইতির স্ট্রাইকার বললেন, “ওর সঙ্গে লড়াই নেই৷ ১৩ বছর ধরে ইস্টবেঙ্গলে আই লিগ নেই৷ ইস্টবেঙ্গলে সই করার একটাই লক্ষ্য, দলকে আই লিগ চ্যাম্পিয়ন করা৷ এর বাইরে অন্য লক্ষ্য নেই৷”

Advertisement

বৃহস্পতিবার ফিরে যাচ্ছেন হাইতি৷ দলের সঙ্গে যোগ দেবেন আই লিগের প্রস্তুতির সময়৷ এদিকে সোনি নর্ডিকে দলে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে লাল হলুদ৷ এক্ষেত্রে সোনির বন্ধু ওয়েডসনকে হাতিয়ার করা হবে কী না জিজ্ঞাসা করা হলে ওয়েডসন বললেন, “আমার সঙ্গে সোনির এব্যাপারে কথাই হয়নি৷ এমনকী এই মরশুমে ইস্টবেঙ্গলের দল নিয়েও ধারণা নেই আমার৷” এদিন সাংবাদিক সম্মেলনে ১০ নম্বর লাল-হলুদ জার্সি পড়িয়ে দেওয়া হয় হাইতি তারকাকে৷ যা গত মরশুমে পড়তেন ব়্যান্টি মার্টিন্স৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ