Advertisement
Advertisement

সিএবির পর এবার ঐতিহাসিক ইডেনের সঙ্গে জুড়ছে সৌরভের নাম

বাঙালির ঐতিহ্য ও গর্ব মিলেমিশে একাকার।

Eden Gardens Stand To Be Named After Sourav Ganguly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 11:17 am
  • Updated:January 20, 2017 11:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বাংলা ও বাঙালির গর্ব। আর তাঁর নামই এবার জুড়তে চলেছে বাঙালির আরেক ঐতিহ্যের সঙ্গে। ঐতিহাসিক ইডেন গার্ডেনসে এবার সংযুক্ত হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বাংলা তথা বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হতে চলেছে সৌরভের নামে। বৃহস্পতিবারই সিএবির এক আধিকারিক জানিয়েছেন, সৌরভ-সহ প্রাক্তন সিএবি, বিসিসিআই ও আইসিসি সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার নামেও স্ট্যান্ড হবে ইডেনে। সেই অনুযায়ী সেনাবাহিনীর ছাড়পত্রও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রয়াত পঙ্কজ রায়, প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট বি এন দত্ত, এ এন ঘোষ এবং স্নেহাংশু আচার্যের নামেও স্ট্যান্ড তৈরি হবে ইডেনে।

(নোট বাতিল ইস্যুতে ফের সরব বীরু)

এই প্রসঙ্গে মহারাজের প্রতিক্রিয়া কী? বর্তমান সিএবি সভাপতি সৌরভ জানিয়েছেন, ‘প্রতিরক্ষামন্ত্রকের সবুজ সংকেত পেয়ে যাওয়ায় আমরা দ্রুত কাজ শুরু করতে চলেছি।’ বস্তুত, গত বছর সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই প্রস্তাব পাশ হয়। যেহেতু ময়দানের এক্তিয়ার সেনাবাহিনীর এবং ইডেন গার্ডেনস ময়দান এলাকার মধ্যেই পড়ে তাই সেনার ছাড়পত্র পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা যেত। সেনার সবুজ সংকেত মিলে যাওয়ায় এবার আর কোনও বাধা রইল না। ঐতিহাসিক ইডেনের সঙ্গে চিরকালের জন্য জুড়ে যাবে সৌরভ, ডালমিয়া, পঙ্কজ রায়দের নাম।

Advertisement

(ভিন্টেজ ধোনি-যুবি ঝড়ে কুপোকাত মর্গ্যানরা)

(পুরনো মেজাজে ফিরলেন যুবরাজ, ছ’বছর পর ফের সেঞ্চুরি)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement