Advertisement
Advertisement

কুকদের পা রাখার দিনেই চোটে কাহিল বিরাট-শিবির

একত্রিশ বছর বাদে ইংল্যান্ড যখন এদেশে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসেছে, তখনই চোট সমস্যায় যথেষ্ট বিব্রত বিরাট কোহলির দল৷

England arrived in India, injuries are new headache for Virat Kohli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 1:50 pm
  • Updated:November 3, 2016 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজ খেলতে অ্যালিস্টার কুকরা যেদিন ভারতে পা রাখলেন, সেদিনই  প্রথম দুই টেস্টের জন্য মুম্বইয়ে দল বেছে নিলেন এম এস কে প্রসাদ ও তাঁর সতীর্থরা৷ আর তাতে একটা জিনিস পরিষ্কার, একত্রিশ বছর বাদে ইংল্যান্ড যখন এদেশে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসেছে, তখনই চোট সমস্যায় যথেষ্ট বিব্রত বিরাট কোহলির দল৷

আর তাতে সবার আগে বলতে হয় রোহিত শর্মার কথা৷ বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে শেষ একদিনের ম্যাচে ব্যাট করার সময় তিনি কুঁচকিতে চোট পেয়েছিলেন৷ সেই চোট রোহিতকে ইংল্যান্ডের বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিল৷ নির্বাচক প্রধান প্রসাদ এদিন বলেছেন, “টিভিতে দেখা গিয়েছিল, রোহিত কী সাংঘাতিক চোট পেয়েছে৷ ওর অস্ত্রোপচারেরও দরকার হতে পারে৷ সেরকম হলে রোহিতকে ইংল্যান্ডে পাঠিয়ে পরীক্ষা করানো হবে৷”

Advertisement

প্রসাদ আরও বলেন, অস্ত্রোপচার দরকার না হলেও রোহিতকে ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে৷ আর যদি অস্ত্রোপচারের দরকার হয়, তাহলে তাঁকে আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে৷ প্রসাদ তাই জানিয়ে দেন, ইংল্যান্ডের বিরু‌দ্ধে টেস্টে রোহিতকে তাই ভাবা হচ্ছে না৷ তিনি আরও বলেন, রোহিতের থাইয়ের উপরের দিকে এই চোট৷ তাঁর থাই মাসল টেন্ডনে আঘাত লেগেছে৷ তাই ইংল্যান্ডে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হতে পারে৷ ২১টি টেস্ট খেলা রোহিত এযাবৎ ১১৮৪ রান করেছেন৷ একদিনের ক্রিকেটে তাঁর করা ২৬৪ এখনও পর্যন্ত সর্বোচ্চ রান৷

Advertisement

১৯৮৪-৮৫-তে শেষবার ইংল্যান্ড ভারতে পাঁচ ম্যাচের সিরিজ খেলে গিয়েছে৷ তখন দুই দেশের অধিনায়ক ছিলেন সুনীল গাভাসকর ও ডেভিড গাওয়ার৷ ওই সিরিজেই মহম্মদ আজহারউদ্দিন পরপর তিনটি টেস্টে সেঞ্চুরি করেছিলেন৷ এদিন বিকেল তিনটে নাগাদ মুম্বইতে নেমে ঘণ্টা দুয়েকের মধ্যে দক্ষিণ মুম্বইয়ের হোটেলে পৌছে যান ইংল্যান্ড ক্রিকেটাররা৷ এখানে ৫ তারিখ পর্যন্ত ব্রেবোর্ন স্টেডিয়ামে প্র্যাকটিস করে কুকরা  প্রথম টেস্ট খেলতে রাজকোট যাবেন৷ ইংল্যান্ড শেষবার ভারতে এসে ৫-১-এ সিরিজ জিতে নিয়েছিল৷

রোহিত একা নন, নির্বাচকরা ফিটনেসজনিত সমস্যার জন্য প্রথম দুই টেস্টের বাইরে রেখেছেন কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ানকে৷ রাহুল, ধাওয়ানরা নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে একদিনের সিরিজে ছিলেন না৷ ফলে ইনিংসের শুরুতে এসেছেন রোহিত আর অজিঙ্ক রাহানে৷ যে জুটি তেমন জমেছিল বলে কেউ দাবি করেননি৷ টেস্টে ধাওয়ান ও রাহুল না থাকায় শুরুতে মুরলি বিজয় এবং গৌতম গম্ভীরের ব্যাট করতে নামা একপ্রকার নিশ্চিত৷ গম্ভীর নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে যেটুকু সুযোগ পেয়েছিলেন, কাজে লাগিয়েছেন৷

রাজকোটে প্রথম টেস্ট ৯ নভেম্বর থেকে৷ পরের চারটি টেস্ট হবে বিশাখাপত্তনম, মোহালি, মুম্বই ও চেন্নাইয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ