Advertisement
Advertisement

জেতা ম্যাচ ড্র করল ইংল্যান্ড

এদিন প্রথম থেকেই একপেশে খেলা হচ্ছিল৷ বল পজেশন থেকে ট্যাকলিং, সব দিক থেকেই রাশিয়াকে পিছনে ফেলে ছিলেন রুনিরা৷ হিসেব মতো ম্যাচটা তাঁদেরই জেতার কথা ছিল৷ একসময় মাঝমাঠই ছিল রাশিয়ার শক্তি৷

EURO 2016: England 1-1 Russia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 11:49 am
  • Updated:July 11, 2018 2:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে মেসি ম্যাজিকের পর রাতের ইউরো একেবারেই জমল না৷ নিজেদের প্রথম ম্যাচে জয় অধরাই থাকল ইংল্যান্ডের৷ ড্র ম্যাচ শুনলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি চোখে ভাসে৷ কিন্তু এদিনের ইউরো ম্যাচে তেমন কিছুই হল না৷ স্কিলের কোনও বালাই নেই৷ টিপিক্যাল ইউরোপিয়ান স্টাইলে গুঁতোগুঁতি করে খেলা হল৷
এদিন প্রথম থেকেই একপেশে খেলা হচ্ছিল৷ বল পজেশন থেকে ট্যাকলিং, সব দিক থেকেই রাশিয়াকে পিছনে ফেলে দিয়েছিলেন রুনিরা৷ হিসেব মতো ম্যাচটা তাঁদেরই জেতার কথা ছিল৷ একসময় মাঝমাঠই ছিল রাশিয়ার শক্তি৷ কিন্তু এদিন দেখে তা আর বলার উপায় নেই৷ ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেয় এরিক ডায়ার৷ নির্ধারিত সময় পর্যন্ত ইংল্যান্ড সমর্থকরা ধরেই নিয়ে ছিলেন রয় হডসনই তিন পয়েন্ট পকেটে পুরছেন৷ কিন্তু বিপত্তি ঘটল ইনজুরি টাইমে৷ ৯২ মিনিটে রাশিয়াকে সমতায় ফিরিয়ে নায়ক হয়ে ওঠেন বেরেজুতস্কি৷

SPT_GCK_110616_UEFA EURO 2016 England v Russia,Stade Velodrome Marseille. Graham Chadwick. Fans from both sides clash at the end

Advertisement

ম্যাচের পরে এদিন দুই দলের সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন৷ এমনকী গ্যালারির মধ্যেই এক দল রাশিয়ান সমর্থক ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়৷ তবে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে বিষয়টি বড়সড় আকার ধারণ করেনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ