Advertisement
Advertisement

Breaking News

ইন্টারনেটে ফুটবল জ্বর, কবিতার দেশে আজ শুরু ইউরোর লড়াই

জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক আপনাকে মনে করিয়ে দেবে, আজ রাতে রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স৷ তাই কোনওভাবেই ম্যাচ মিস হবে না৷ গুগল ডুডলও সেজে উঠেছে ইউরোর সাজে৷

Everything you need to know as Google Doodle marks start of tournament
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 3:43 pm
  • Updated:July 11, 2018 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ আর কয়েক ঘণ্টা৷ তারপরই কবিতার শহরে শুরু কাপ জয়ের লড়াই৷ ফ্রান্সের অলি-গলিতে ড্রিবল করে বেড়াচ্ছে ইউরোর মেজাজ৷ ঘরের মাঠে কি বাজিমাত করবে ফরাসি বাহিনী? নাকি ডজ করে বেরিয়ে যাবে রোনাল্ডোর পর্তুগাল? নাকি ট্রফি ধরে রাখতে সফল হবে স্পেনই? এক কথায় ইউরোপ সেরা হওয়ার লড়াইটা হতে চলেছে জমজমাট৷ শুধু ফ্রান্সই নয়৷ বিশ্বকাপের পর আরও একবার ফুটবল জ্বরে ভুগতে চলেছে বিশ্ববাসী৷
জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক আপনাকে মনে করিয়ে দেবে, আজ রাতে রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স৷ তাই কোনওভাবেই ম্যাচ মিস হবে না৷ গুগল ডুডলও সেজে উঠেছে ইউরোর সাজে৷ গুগল ডট কম লিখলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে প্যারিসের কার্টুন ছবি৷ সেখানে আইফেল টাওয়ারও হাসি মুখে ফুটবল খেলছে৷ ডুডলের ভিডিওটি আবার আলাদা৷ সেখানে একটা মুরগি সকাল সকাল উঠে ফুটবল খেলছে৷ আর দু’দিকে গোল গোল করে ঝলমল করছে ইউরোয় অংশ নেওয়া ২৪টি দেশের জাতীয় পতাকা৷

doodle
ইউরো চলাকালীন প্যারিসে জঙ্গি হামলার আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সেই কারণে শহরবাসী ও শহরে আগত ফুটবলপ্রেমীদের জন্য নিরাপত্তা আঁটসাট করছে প্রশাসন৷ স্পেন বুধবার রাতেই চলে এসেছে৷ তার আগে এসেছে জার্মানি৷ বৃহস্পতিবার এসেছে পর্তুগাল৷ ইংল্যান্ড আগেই এখানে এসেছিল৷
অর্থাৎ ভিভিআইপি-রা সবাই হাজির একসঙ্গে এতগুলো ভেনুতে৷ এটাই প্রশাসনের মাথাব্যথার মূল কারণ৷ এরই ফাঁকে ইউরোপোল এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট যেভাবে পরের পর উগ্রপন্থী হানার সতর্কবার্তা দিয়ে চলেছে, তাতে চাপ বেড়েছে৷ বাধ্য হয়ে শেষ পর্যন্ত সমর্থক এবং ট্যুরিস্ট সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে৷

Advertisement

Pogba-Kane-Muller-Ronaldo-Euro-2016-Trophy
প্যারিসের স্তাদ দে ফ্রঁস-এ ফ্রান্স এবং রোমানিয়া ম্যাচ দিয়ে শুরু ইউরো৷ আয়োজক দেশ হিসাবে ফ্রান্স প্রথম ইউরো কাপ জিতেছিল ১৯৮৪-তে৷ তারা ঘরের মাঠে আবার জেতার লক্ষ্যে নামবে৷ ইউরোর আগে তারা ফর্মেও আছে৷ দলে জাতিবিদ্বেষ নিয়ে কিছু প্রচার চলছে৷ কিন্তু, সেটা ফরাসি শিবির দেখে বোঝার উপায় নেই৷ অলিভিয়া জিরুর পাশে ভাল ফর্মে আছেন গ্রিজম্যানও৷ রোমানিয়া আন্ডারডগ হয়ে নামছে৷ যদিও তাদের বিরু‌দ্ধে শেষ পাঁচটা ম্যাচের চারটেই ড্র হয়েছে৷ দেশঁ তাই বললেন, “দলটা বেগ দেবে৷ আমাদের সাবধান থাকতে হবে৷” টুর্নামেন্ট শুরুর আগে আরেকটা তথ্য৷ এবার গ্রুপ লিগেও পেনাল্টি শুট-আউটের ব্যবস্থা থাকছে৷ দু’টো দলের পয়েন্ট, গোল-পার্থক্য, গোল স্কোরিং এবং গোল হজম সবই এক হলে, পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ফয়সলা হবে কে বিদায় নেবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ