Advertisement
Advertisement

Breaking News

রুশ বিপ্লব থামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে উরুগুয়ে

সুয়ারেজের ফ্রি-কিকে নয়া রেকর্ড হল বিশ্বকাপে৷

FIFA World Cup 2018: Uruguay beats Russia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 9:30 pm
  • Updated:September 19, 2023 5:13 pm

উরুগুয়ে   ৩ (সুয়ারেজ, চেরিশেভ-আত্মঘাতী, কাভানি)

রাশিয়া     ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে আটকে গেল রাশিয়ার অশ্বমেধের ঘোড়া৷ সৌজন্যে লুইস সুয়ারেজের দুর্দান্ত ফ্রি-কিক, ডেনিস চেরিশেভের আত্মঘাতী গোল এবং কাভানির গোলে ফেরা৷ ৩-০ গোলে জয় পাওয়াই গ্রুপ-এ-তে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলল অস্কার তাবারেজের ছেলেরা৷ টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেও রাশিয়াকে সন্তুষ্ট থাকতে হল দ্বিতীয় স্থানেই৷ বিশ্বকাপের আসরে যেভাবে এন্ট্রি নিয়েছিল আয়োজক রাশিয়া, তাতে চমকে গিয়েছিল অনেকেই৷ প্রথম দুটি ম্যাচে চেরিশেভ, জিউবারা অপ্রত্যাশিতভাবেই করে ফেলেছিল আটটি গোল৷ তাই মনে হচ্ছিল শেষ ম্যাচে উরুগুয়েকে বিপদে ফেলে দিতে পারে আয়োজক দেশ৷ কিন্তু তেমন কিছু হল না সামারা এরিনায়৷ উরুগুয়ে-রাশিয়ার গ্রুপ ডিসাইডার শেষ হল কার্যত একপেশেভাবে৷

Advertisement

[রোনাল্ডোর রাতের ঘুম ওড়াতে এ কী করলেন ইরানের সমর্থকরা!]

খেলার গতি পরিষ্কার হয়ে গিয়েছিল প্রথমার্ধেই৷ ম্যাচের বয়স সবে মিনিট দশেক গড়িয়েছে, বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় দু’বারের চ্যাম্পিয়নরা৷ সুপরিকল্পিত ফ্রি-কিকে রাশিয়ার গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ৷  বিশ্বকাপে সব মিলিয়ে সরাসরি ফ্রি-কিক থেকে এটি ছিল ৬ নম্বর গোল৷ যা ব্রাজিল বিশ্বকাপের মোট সংখ্যাকে টপকে গেল৷ গত বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে গোল হয়েছিল ৫টি৷  সুয়ারেজের গোলের পর অবশ্য দু’টি সহজ সুযোগ পেয়েছিল রাশিয়া৷ কিন্তু তাতে গোল তুলতে পারেননি গত ম্যাচের দুই গোলস্কোরার চেরিশেভ এবং জিউবা৷ ফল ভুগতে হল কয়েক মিনিট পরেই৷ এবারে খলনায়কের ভূমিকায় নেন গত দু-ম্যাচের নায়ক চেরিশেভ৷ আত্মঘাতী গোল করে বসলেন তিনি৷ বক্সের বেশ খানিকটা বাইরে থেকে উরুগুয়ের লাক্সলাটের মারা দুর্বল শট চেরিশেভের পায়ে লেগে জড়িয়ে গেল রাশিয়ার জালে, অসহায়ভাবে তা দেখতে হয় রাশিয়ার গোলকিপার অ্যাকিনফিভকে৷ ২ গোল হজম করেই শেষ হয়নি রাশিয়ার দুর্গতি, ৩৬ মিনিটে লালকার্ড দেখে আয়োজকদের চাপ আরও বাড়িয়ে দেন স্মলনিকভ৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট দেখাল উরুগুয়েই৷ ফলস্বরূপ গোল এল শেষ মুহূর্তে৷ ঠিক ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতলেন কাভানি৷ প্রথম দু’ম্যাচ জিতলেও উরুগুয়ের পারফরম্যান্সে মন ভরেনি সমর্থকদের৷ কিন্তু আজকের ম্যাচে সমর্থকদের সেই দুঃখ অনেকটাই কমল৷ উরুগুয়ে বুঝিয়ে দিল নকআউটে এক ইঞ্চি জমিও ছাড়বে না তাঁরা৷

[OMG! জার্মানি ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ!]

শীর্ষস্থান দখল করার পর এবার উরুগুয়ের নজর থাকবে আজ রাতে স্পেন ও পর্তুগালের ম্যাচের দিকে৷ কারণ তখনই ঠিক হবে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ কে হবে৷ গ্রুপ-এ-র প্রথম স্থানাধিকারী দল অর্থাৎ উরুগুয়ে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে৷ অন্যদিকে, রাশিয়া খেলবে গ্রুপ বি-এর চ্যাম্পিয়নের সঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ