BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 31, 2017 6:58 am|    Updated: January 31, 2017 6:58 am

five English Premier League clubs embroiled in sex scandal

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ফুটবলের জন্য ইংল্যান্ডের এত নাম-ডাক, সেই খেলার আড়ালে চলছে এক অন্য খেলা৷ সে এক নোংরা খেলা৷ যেখানে কোচ ও ক্লাবের সাপোর্ট স্টাফদের লালসার শিকার হচ্ছে সাত থেকে ২০ বছরের উঠতি খেলোয়াড়রা৷ ইংলিশ ফুটবলের গায়ে লেগেছে যৌন কলেঙ্কারির দাগ৷ ঘটনার তদন্তে নেমে আরও বিস্ফোরক তথ্য হাতে এল পুলিশের৷ জানা গেল, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা পাঁচটি বিখ্যাত ক্লাবও এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে৷

(এবার পরীক্ষার্থীদের সফল হওয়ার রসদ জোগাবে প্রধানমন্ত্রীর ই-বুক)

সোমবার লন্ডন পুলিশের তরফে জানানো হল, আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম হটস্পার, ক্রিস্টাল প্যালেস এবং ওয়েস্টহ্যামের মতো প্রথম সারির ক্লাবগুলির নাম জড়াল যৌন কেলেঙ্কারির সঙ্গে৷ এর পাশাপাশি দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপের তিনটি ক্লাবের বিরুদ্ধেও শিশু নিগ্রহের অভিযোগ উঠেছে৷ গোটা ঘটনার তদন্ত এখনও চলছে৷

(হোটেল কর্মীর পরামর্শে ব্যাটিংয়ের ভুল শুধরেছিলেন শচীন!)

গত মাসেই এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল৷ সোমবার মেট্রোপলিটন পুলিশ সার্ভিস সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭৭টি ক্লাব এবং দলের বিরুদ্ধে ২৫৫ জন শিশু নিগ্রহের অভিযোগ তাঁদের কাছে এসে পৌঁছেছে৷ তারই মধ্যে উঠে এসেছে প্রিমিয়ার লিগের পাঁচটি ক্লাব৷ এছাড়াও ৬৬টি অপেশাদার ক্লাবের নামও এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে৷ চলতি বছরের শুরুর দিকে যৌন হেনস্তার শিকার হয়েছেন এমন ৫২৬ জনের নাম সামনে এসেছিল৷ ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) তরফে আগেই অনুমান করা হয়েছিল, ৯৮ শতাংশ শিশুদেরই এই অত্যাচার সহ্য করতে হয়েছে৷ এই সংখ্যা চমকে দিয়েছে শিশু সংরক্ষণ সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন-কেও৷

(‘ধোঁকা’ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার!)

গত বছর নভেম্বরে প্রাক্তন ফুটবলার অ্যান্ডি উডওয়ার্ড জানিয়ে ছিলেন, ছোটবেলায় ক্লাবের কোচের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি৷ তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রসাশন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে