Advertisement
Advertisement

Breaking News

ময়দানের ‘গোলমেশিন’ ক্রোমার জার্সির রং বদল, একই দিনে চার ফুটবলারকে সই করাল টালিগঞ্জ

দুই বঙ্গসন্তান সই করলেন একই দিনে।

Ansumana Kromah and Christopher Chizoba sign for Tollygunge Agragami | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 27, 2022 5:14 pm
  • Updated:May 27, 2022 10:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের জন্য দলগঠন শুরু করে দিল টালিগঞ্জ অগ্রগামী। একই দিনে চার ফুটবলারকে সই করিয়ে নিল টালিগঞ্জ। দু’ জন বিদেশি ও দু’ জন বঙ্গসন্তান সই করলেন শুক্রবার। 

জার্সির রং বদলাল আনসুমানা ক্রোমার (Ansumana Kromah)। পিয়ারলেস থেকে টালিগঞ্জে এলেন এই গোলমেশিন। তাঁর সঙ্গে এদিন সই করলেন চিজোবা ক্রিস্টোফারও (Christopher Chizoba)। এই নাইজেরীয় ফুটবলার গতবার টালিগঞ্জেই ছিলেন। এবারও তাঁর উপরেই আস্থা রাখা হল। দুই বিদেশি ফুটবলারের সঙ্গে অর্ণব দাস শর্মা ও সুজয় মণ্ডলকেও সই করিয়ে নেওয়া হয়েছে।  

Advertisement

কলকাতার ফুটবলে পরিচিত মুখ ক্রোমা। পিয়ারলেসকে (২০১৯-২০) চ্যাম্পিয়ন করানোর পিছনে ছিল তাঁর অবদান। পিয়ারলেসকে চ্যাম্পিয়ন করে ইস্টবেঙ্গলের জার্সিতে আই লিগে খেলতে নেমেছিলেন তিনি। এহেন লাইবেরিয়ান ক্রোমার পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভাল ছিল না। বড় পরিবারের অংশ তিনি। ক্রোমার বাবা গাড়িচালক ছিলেন। সংসার চালাতে হিমশিম খেতেন ক্রোমার বাবা। খিদের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছে ক্রোমার ফুটবল জীবন। সপ্তম শ্রেণির পরে স্কুলে যাওয়াই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তাঁর।  

Advertisement

[আরও পড়ুন: IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে লড়াইয়ে ‘ইডেনের রাজা’ রজতেই ভরসা আরসিবির]

ক্রোমাকে ফুটবল খেলতে দিতেন না তাঁর বাবা। কিন্তু বাবার কথা শুনতেন না ক্রোমা। লুকিয়ে স্কুলে ফুটবল খেলতেন ময়দানের গোলমেশিন। এদেশের পেশাদার ফুটবলে আসার পরে জীবন অনেকটাই বদলে যায়  ক্রোমার। মোহনবাগানের সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন। সেই ক্লাবের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা। ক্রোমার প্রতি কথাতেই তা ফুটে ওঠে।    

ক্রোমার মতোই ক্রিস্টোফারও অতীতে মোহনবাগানে খেলেছেন। বাগানে তখন ওডাফা ওকোলি যুগ। সবুজ-মেরুনের কোচ ছিলেন করিম বেনশরিফা। সেই ক্রিস্টোফার মাঝে চলে গিয়েছিলেন মায়ানমারের ক্লাবে খেলতে। বাংলাদেশের ক্লাবের হয়েও খেলেন তিনি। এবার কলকাতা লিগে প্রতিপক্ষের জালে বল জড়ানোর জন্য ক্রিস্টোফার সঙ্গী হিসেবে পাচ্ছেন বহুযুদ্ধের সৈনিক আনসুমানা ক্রোমাকে। 

[আরও পড়ুন: ফের ঘর গোছানো শুরু মোহনবাগানের, পাঁচ বছরের জন্য সবুজ-মেরুনে আশিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ