Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের প্যারেডের জের, একদিনে তিন প্রধানের ম্যাচ হবে না ময়দানে

জেলার মাঠে সরতে পারে ম্যাচগুলি।

Bengal, Mohun Bagan and Mohammedan matches will not be held in Maidan in one day | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 5, 2023 1:59 pm
  • Updated:August 5, 2023 2:01 pm

স্টাফ রিপোর্টার : একই দিনে মাঠে নামছে ময়দানের তিন প্রধান, খেলছে নিজের ঘরের মাঠে। সাম্প্রতিক সময়ে এমন দৃশ্য দেখেনি কলকাতা ফুটবল। সম্প্রতি আইএফএ-র (IFA) দেওয়া কলকাতা লিগের (Kolkata League) সূচিতে সেটাই করা হয়েছিল। ১৪ আগস্ট একইসঙ্গে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) এবং মহামেডানের (Mohammedan) ম্যাচ সূচিতে রাখা হয়েছে। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ পুলিশ এসি। মোহনবাগান মাঠে মুখোমুখি লড়াইয়ে মোহনবাগান ও এফসিআই। আর মহামেডান মাঠে সাদা-কালো শিবিরের সামনে সাদার্ন সমিতি। সেক্ষেত্রে ঢিল ছোড়া দূরত্বের তিন মাঠে খেলা দেখতে আসা সমর্থকদের ভিড়ে স্বাধীনতা দিবসের আগে অন্যরকম ছবি দেখত ময়দান।

যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না। কারণ, সেদিন শুধুমাত্র মোহনবাগান বাদে অন্য দুই প্রধানের ম্যাচ ময়দানে হওয়ার সম্ভাবনা নেই। ওই দুটি ম্যাচ জেলার মাঠে হতে পারে। এমনকী দুই ম্যাচের দিন বদলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে আইএফএ-র। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা সূত্রে খবর, পরদিন স্বাধীনতা দিবসে প্যারেড হবে রেড রোডে। সেজন্য মহামেডান তাঁবুর সামনের অংশ পুরোটাই ঘিরে দেওয়া হবে, সমস্যা হবে মাঠে ঢুকতে। আবার প্যারেডের জন্য বিভিন্ন ট্যাবলো তৈরি হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণিতে। রাস্তার একাংশে দাঁড়িয়ে থাকবে বিভিন্ন সরকারী দপ্তরের ট্যাবলোবাহী ট্রেলার। ফলে ১৪ আগস্ট কয়েক হাজার মানুষের ইস্টবেঙ্গল মাঠে যাওয়া নিয়েও সমস্যা হবে। তবে মোহনবাগান মাঠে যাতায়াতের কোনও সমস্যা নেই।

Advertisement

[আরও পড়ুন: সেপ্টেম্বরে বাবা হচ্ছেন, কিংস কাপে নাও খেলতে পারেন সুনীল ছেত্রী]

এই অবস্থায় তাই সবুজ-মেরুন ছাড়া অন্য দুই প্রধানের ম্যাচ জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আইএফএ-র। আবার স্বাধীনতা দিবসের আগেরদিন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশের ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তাই প্রয়োজনে ম্যাচের দিন বদলে দেওয়ার রাস্তাও খোলা রাখছেন আইএফএ কর্তারা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ