Advertisement
Advertisement
Ronaldinho

পুজোর আগেই ফুটবল উৎসব, কলকাতায় আসছেন ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডিনহো

কবে ফুটবলের জাদুকরের পায়ের জাদু দেখবে শহর কলকাতা?

Brazilian star Ronaldinho to visit Kolkata | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 8, 2023 11:42 am
  • Updated:September 8, 2023 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক আর্জেন্টাইন বিশ্বজয়ী শহর কলকাতার মন জয় করে গিয়েছেন। এবার পালা এক ব্রাজিলীয়র।  সব ঠিক থাকলে আগামী মাসের গোড়াতেই কলকাতায় পা রাখছেন রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)।

জুলাইয়ের গোড়াতে আড়াই দিনের জন্য এ শহরে পা রেখেছিলেন মেসির (Leo Messi) বিশ্বজয়ী দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। ওই আড়াই দিনের প্রতিটি মুহূর্তে একেবারে তারিয়ে তারিয়ে উপভোগ করেছে ফুটবল পাগল বাঙালি। ‘দিবু’কে এক ঝলক দেখার, বা তাঁকে স্পর্শ করার ‘লোভে’ ময়দানে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি হাজার হাজার ফুটবলপ্রেমী।

Advertisement

[আরও পড়ুন: ঝালদার বোর্ড মিটিংয়ে গরহাজির দল বদলানো পুরপ্রধান-সহ ৪ কাউন্সিলর, জল্পনা তুঙ্গে]

যার হাত ধরে কলকাতা ঘুরে গিয়েছেন মার্টিনেজ (Emi Martinez), সেই শতদ্রু দত্তই রোনাল্ডিনহোকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন। শোনা যাচ্ছে আগামী ৩-৫ অক্টোবর কলকাতায় আসতে চলেছেন ফুটবলের জাদুকর। তবে তাঁর সফরসূচিতে ঠিক কী কী আছে, সেটা এখনও পুরোপুরি জানা যায়নি।

[আরও পড়ুন: আটভাজার সঙ্গে বিশেষ পদ ঝাল সুজি, মন্তেশ্বরের রাধাবিনোদ মন্দিরের জন্মাষ্টমীর আকর্ষণই আলাদা]

রোনাল্ডিনহোর পায়ের জাদু একটা সময় মুগ্ধ করেছে গোটা ফুটবল বিশ্বকে। হলুদ জার্সি গায়ে তিনি গোটা বিশ্বের ব্রাজিল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। বার্সেলোনার জার্সি গায়েও ফুল ফুটিয়েছেন তিনি। এমনকী ফিফার (FIFA) বর্ষসেরা ফুটবলারের শিরোপাও জুটেছিল। গুণমুগ্ধরা বলেন, শুধু যদি ফুটবল শৈলী এবং সৌন্দর্যের বিচার করা হয়, তাহলে রোনাল্ডিনহো সর্বকালের সেরাদের মধ্যেই থাকবেন। এ হেন তারকা কলকাতায় এলে ফুটবলপ্রেমীদের ভিড় যে উপচে পড়বে, সেটা বলে দেওয়ায় যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement