সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশিত হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি চেলসি। অন্য দিকে পেপ গার্ডিওলার ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি বায়ার্ন মিউনিখ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে। সূচি অনুযায়ী বেনফিকার সামনে ইন্টার মিলান। প্রথম বার কোয়ার্টার ফাইনালে ওঠা নাপোলির মুখোমুখি এসি মিলান।
[আরও পড়ুন: খুনে অভিযুক্তর দোকান উদ্বোধন, বাংলাদেশ পুলিশের জেরার মুখে পড়তে পারেন শাকিব!]
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যাঞ্চেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
দুটি সেমিফাইনালের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। দুটো সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে ৯-১০ মে। দ্বিতীয় সাক্ষাতের খেলা হবে ১৬-১৭ মে।
উল্লেখ্য, এসি মিলান শেষ বার ট্রফি জিতেছিল ২০০৭ সালে। আর ইন্টার মিলান ২০১০ সালে শেষ বার খেতাব জিতেছিল। বেনফিকা জিতেছিল বহু আগে। ১৯৬২ সালে। সেই সময়ে এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
🇪🇸 Real Madrid vs Chelsea 🏴
🇵🇹 Benfica vs Inter 🇮🇹
🏴 Man City vs Bayern 🇩🇪
🇮🇹 Milan vs Napoli 🇮🇹*FC Internazionale Milano’s match has been reversed in accordance with the principles set by the Club Competitions Committee. #UCLdraw pic.twitter.com/m1gMqFs1fV
— UEFA Champions League (@ChampionsLeague) March 17, 2023