Advertisement
Advertisement

Breaking News

FIFA World Cup 2022 Qatar World Cup 2022 Cristiano Ronaldo

‘রোনাল্ডো নির্লজ্জ’, গোল দাবি করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার পর্তুগিজ তারকা

পর্তুগালের নকআউটে পৌঁছনো চলে গেল পিছনের সারিতে। চর্চা শুধুই রোনাল্ডোকে নিয়ে।

Cristiano Ronaldo trolled after Uruguay match | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 29, 2022 2:44 pm
  • Updated:November 29, 2022 2:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার অবশ্য গোলের দাবি করে। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। তাঁর প্রথম গোল নিয়েই যত চর্চা। ওই গোলের সঙ্গে জড়িয়ে পড়েছেন রোনাল্ডোও। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে রোনাল্ডো পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেছেন বলে ধরে নিয়েছিলেন সবাই। গোল-উদযাপনও শুরু করে দেন রোনাল্ডো। কিন্তু স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে জানানো হয় গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। রোনাল্ডোর নয়। যদিও পর্তুগিজ-তারকা বারংবার বোঝানোর চেষ্টা করেন বলটি তাঁর মাথা ছুঁয়ে উরুগুয়ের জালে জড়িয়েছে। রোনাল্ডোর এমন দাবি ভালভাবে নেননি ফুটবলপ্রেমীরা।

সেই দাবির অব্যবহিত পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। ‘সিআর সেভেন’ নির্লজ্জ একজন ব্যক্তি। সবার কৃতিত্ব কেড়ে নিতে চায় ও। এভাবেই তাঁকে কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ বলেছেন , রোনাল্ডো গোল চোর। 

Advertisement

Advertisement

 

[আরও পড়ুন: ফরাসি স্ট্রাইকার এমবাপের আচরণে ক্ষুব্ধ ফিফা, পড়তে চলেছেন বড় জরিমানার মুখে]

 

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ”বিশ্বকাপের প্রথম গোল উদযাপন করতে পারল না ব্রুনো। রোনাল্ডো একজন অসুস্থ মানুষ।”

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অস্কার জয়ী অভিনয়। অত্যন্ত নির্লজ্জ।

 

কেউ লিখেছেন, রোনাল্ডো কি ব্রুনোর গোলটির জন্য খুশি? রোনাল্ডো জানতে চাইছে তাঁকে কেন গোলটা দেওয়া হল না।

 

ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস ওকস আবার মজা করে টুইট করেছেন, ”রোনাল্ডোর গোলটির ক্ষেত্রে স্নিকো কী বলছে? ফ্ল্যাট লাইন বলেই মনে হয়।

 

আরেক টুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন ব্রুনোর। সেখানে দেখা যাচ্ছে ব্রুনোকেই গোলটি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ফিফা ব্রুনো ফার্নান্ডেজকে গোলটি দিয়েছে। রোনাল্ডো নির্লজ্জ এক ব্যক্তি।

 

[আরও পড়ুন: প্রার্থী না করায় অভিমানী রুপানি, দলের প্রচার এড়িয়ে যাচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ