Advertisement
Advertisement

Breaking News

কেরলের নদীতে মেসি-নেইমার, বিশ্বকাপের ঢেউ আছড়ে পড়ল এদেশেও

বিশ্বকাপের আগেই শুরু প্রতিদ্বন্দ্বিতা।

Cut-outs of Messi and Neymar have been installed in the middle of Kurungattu Kadavu river Kozhikode district | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 4, 2022 4:35 pm
  • Updated:November 18, 2022 3:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের নদীর উপরে আগে বসানো হয়েছিল লিওনেল মেসির (Lionel Messi) কাট আউট।

ফুটবল নিয়ে ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনার (Argentina) রেষারেষির কথা সবারই জানা। এবার ব্রাজিল ভক্তরা কেরলের সেই নদীর উপরেই বসালেন নেইমারের বিশাল কাট আউট। 

Advertisement

[আরও পড়ুন: ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া ICC! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক আফ্রিদি]

কাতার বিশ্বকাপ (Qatar World Cup) এগিয়ে আসছে। মেসির এটাই শেষ বিশ্বকাপ। অন্যদিকে ব্রাজিল নির্ভর করে রয়েছে নেইমারের উপর। দুই তারকা শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছেন। 

Advertisement

 

ব্রাজিল ও আর্জেন্তিনার মধ্যে ফুটবল নিয়ে রেষারেষি হলেও দুই তারকা মেসি ও নেইমার কিন্তু একে অপরের দারুণ বন্ধু। বার্সেলোনায় খেলার সময়ে মেসি, নেইমার ও সুয়ারেজকে বলা হত এমএনএস। বার্সা ছেড়ে এই ত্রয়ী চলে গিয়েছেন অন্য ক্লাবে। মেসি ও নেইমারের জুটি এখনও অক্ষুন্ন রয়েছে। প্যারিস সাঁ জাঁ-য় খেলছেন মেসি ও নেইমার। 

 

কোঝিকোড়ের পুল্লাভুর এলাকায় চেরুপুঝা নদীতে কুরুনগাট্টা কাদাভু সেতুর কাছে মেসির একটি ৩০ ফুট উঁচু কাট-আউট লাগানো হয়েছে। এবার পুল্লাভুরের ব্রাজিল ভক্তরা ৪০ ফুটের দীর্ঘ নেইমারের কাট আউট বসিয়েছেন নদীতে।

মেসির কাট আউটের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেইমারের ছবি নিয়েও জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 

কাতার বিশ্বকাপে ২২ নভেম্বর মেসির আর্জেন্টিনা নামছে। নীল-সাদা জার্সিধারীদের প্রতিপক্ষ সৌদি আরব। অন্য দিকে নেইমারের ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করছে ২৫ নভেম্বর।

[আরও পড়ুন: শীতের শিরশিরানির মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ