Advertisement
Advertisement

Breaking News

East Bengal

বারপুজোয় ইস্টবেঙ্গলে বাড়ল অশান্তি! কোচ অস্কারের সঙ্গে ‘ঝামেলা’য় ফের মাঠ ছাড়লেন ক্লেটন

নববর্ষের অনুষ্ঠানে তাল কাটল লাল-হলুদ শিবিরে?

Dispute contenues between East Bengal coach Oscar Bruzon and Cleiton Silva in Bar Pujo
Published by: Arpan Das
  • Posted:April 15, 2025 3:21 pm
  • Updated:April 15, 2025 3:21 pm  

শিলাজিৎ সরকার: নববর্ষে ময়দান জুড়ে উৎসবের মেজাজ। বারপুজো পালন চলছে ইস্টবেঙ্গলে। তার মধ্যেই কি তাল কাটল লাল-হলুদ শিবিরে? দিন কয়েক আগে যে ‘ঝামেলা’র সূত্রপাত, পয়লা বৈশাখের শুভদিনেও তা ফিরে এল। এদিনও ফের বচসায় জড়ালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ও ক্লেটন সিলভা।

সামনেই সুপার কাপ। বারপুজোর পরই অস্কারের অধীনে প্রস্তুতি শুরু করেন সল ক্রেসপোরা। কিন্তু উৎসবের আবহেই বাড়ল অস্কার-ক্লেটন ঝামেলা। প্রথমে বেশ খোশমেজাজেই অনুশীলন করছিলেন ক্লেটন। তারপর আচমকাই অস্কারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন লাল-হলুদের স্ট্রাইকার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এই পরিস্থিতিতে সৌভিক চক্রবর্তী একপ্রকার জোর করেই মাঠের বাইরে নিয়ে যান ক্লেটনকে।

Advertisement

খানিক পরে ক্লেটন মাঠ ছেড়েই বেরিয়ে যান। তবে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে, তা জানা যায়নি। কিন্তু একদিকে যখন বারপুজোর উৎসব, তখন দলের মধ্যে যে ছবি উঠে আসছে তা প্রচণ্ড অস্বস্তিকর। সুপার কাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। প্রথম দিনেই কেরালার মুখোমুখি ইস্টবেঙ্গল। উল্লেখ্য, অস্কার-ক্লেটন বিতর্কের সূত্রপাত হয় রবিবার। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনকে বদলি হিসেবে নামানো হয়। যে পজিশনে খেলতে নামানো হয়, তা একেবারেই পছন্দ হয়নি লাল-হলুদ স্ট্রাইকারের। সেই নিয়ে বচসা বাঁধে। এমনকী ৩০ সেকেন্ডের মধ্যে ম্যাচ ছেড়ে বেরিয়েও যেতে চান তিনি।

তখনই প্রশ্ন উঠেছিল, সুপার কাপের দলে কি থাকবেন ক্লেটন? এমনকী তাঁর কোনও শাস্তি হবে কি না সেই প্রশ্নও উঠেছিল। ক্লাব ম্যানেজমেন্ট অপেক্ষা করে ছিল কোচ অস্কারের রিপোর্টের উপর। তার মধ্যে নববর্ষের দিন নতুন সমস্যা। ফলে ‘অশান্তি’ আরও বাড়ল ইস্টবেঙ্গলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement