Advertisement
Advertisement

Breaking News

ইস্টবেঙ্গল

শিয়রে ডুরান্ডের সেমিফাইনাল, চোটের কথা ভেবে আজ লিগের ম্যাচ খেলবে না ইস্টবেঙ্গল

হাস্যকর সিদ্ধান্ত, বলছে মোহনবাগান।

East Bengal preserves strength for Durand Cup Battle
Published by: Subhamay Mandal
  • Posted:August 17, 2019 1:12 pm
  • Updated:August 17, 2019 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কমিটির আপত্তি। তাই ইস্টবেঙ্গলেরও অনুরোধ। ফল- ১৭ আগস্ট লিগে ইস্টবেঙ্গল-বিএসএস ম্যাচ আপাতত স্থগিত করে দিল আইএফএ। ঠিক হয়েছে, ইস্টবেঙ্গল আগে ২১ আগস্ট ডুরান্ড সেমিফাইনাল ম্যাচ খেলবে। তারপর পরিস্থিতি বুঝে লিগে বিএসএস ম্যাচ দেওয়া হবে। যা দেখে মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বলেছেন, “এর থেকে হাস্যকর সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।”

কলকাতা লিগের ক্রীড়াসূচি অনুযায়ী শনিবার ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল বিএসএসের বিরুদ্ধে। ঘটনাচক্রে যা আবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের দল। শনিবার লিগের ম্যাচ খেলে ২১ আগস্ট ইস্টবেঙ্গলকে ডুরান্ড সেমিফাইনাল খেলতে হত গোকুলাম এফসির বিরুদ্ধে। সেইমতো প্রস্তুতি নিতে ১৫ আগস্ট ছুটির দিনেও ফুটবলারদের প্র‌্যাকটিস করিয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। খেলতে হচ্ছে একসঙ্গে দুটো প্রতিযোগিতা। ফুটবলারদের তাই ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছিলেন ইস্টবেঙ্গল কোচ। বিশ্রাম দেওয়ার জন্য এদিন প্র‌্যাকটিসও বন্ধ রেখেছিলেন তিনি। তার মধ্যেই আইএফএর কাছে চিঠি ডুরান্ড কমিটির। যে চিঠিতে বলা হয়েছে, ১৭ আগস্ট লিগের ম্যাচ খেলে ২১ আগস্ট ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গলের পূর্ণ শক্তি নিয়ে খেলা সমস্যার হতে পারে। তাই শনিবার লিগের ম্যাচ স্থগিত রাখলে ভাল হয়। পরে আর্মির চিঠি উল্লেখ করে ইস্টবেঙ্গলও আইএফএকে চিঠি দিয়ে শনিবারের লিগের ম্যাচ স্থগিত রাখতে অনুরোধ করে।

Advertisement

দু’পক্ষের চিঠি হাতে পেয়ে আইএফএ সিদ্ধান্ত নেয়, ডুরান্ড সেমিফাইনালের ম্যাচের ফল দেখে দু’প্রধানের ফের লিগের ম্যাচ দেওয়া হবে। ইস্টবেঙ্গলের লিগের ম্যাচ স্থগিত রাখা প্রসঙ্গে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “আর্মির থেকে কোনও অনুরোধ এলে তা রক্ষা করা উচিত। কারণ, ময়দানে ফুটবল চালাতে বিভিন্নভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেয় আর্মি। তাই সব দিকটা দেখা আমাদের কর্তব‌্য।’’ শনিবারের লিগের ম্যাচ বাতিল প্রসঙ্গে মোহনবাগান অর্থসচিব বললেন, “আমরাও তো ১৭ আগস্ট ম্যাচ খেলে ২১ আগস্ট ডুরান্ড সেমিফাইনাল খেলব। কে গ্যারান্টি দিতে পারে, শনিবার ডুরান্ডের ম্যাচে আমাদের কোনও ফুটবলার চোট আঘাত পাবে না? তাহলে কি ডুরান্ড কমিটি ২১ আগস্ট আমাদের সেমিফাইনাল ম্যাচ পিছিয়ে দেবে? এটা হাস্যকর সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ