Advertisement
Advertisement

Breaking News

Emilliano Martinez Lionel Messi World Cup

‘লিও ওরকম করতে নিষেধ করেছিল’, বিতর্কিত ‘অশালীন’ ভঙ্গি নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পরেও একই রকম অঙ্গভঙ্গি করেছিলেন মার্টিনেজ।

'Even Leo told me', Emiliano Martinez admits Lionel Messi advised him not to do lewd Golden Glove celebration at World Cup 2022 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 11, 2023 2:28 pm
  • Updated:February 11, 2023 3:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লাভ ট্রফি হাতে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম চর্চা হয়নি। সেই মার্টিনেজ এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে ওরকম অঙ্গভঙ্গি করতে নিষেধ করেছিলেন অধিনায়ক লিওনেল মেসিও (Lionel Messi)। 

ফাইনালে শেষ মুহূর্তে প্রায় গোল করে ফেলেছিলেন ফ্রান্সের কোলো মুয়ানি। বিপদের গন্ধ পেয়ে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন মার্টিনেজ। কোলো মুয়ানির ওই শট না বাঁচালে ম্যাচ টাইব্রেকারে  যেত না। ফ্রান্স অনেক আগেই ম্যাচ হয়তো জিতে যেত। ৯০ মিনিটে ম্যাচের ফলাফল হয়নি। অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোনও পক্ষে। পেনাল্টি শুট আউটে মার্টিনেজ ফ্রান্সের চুয়োমনির শট বাঁচান। 

Advertisement

[আরও পড়ুন: ক্লাব ফুটবলে ৫০০ গোল, আল নাসেরের জার্সি গায়ে নতুন মাইলফলক ছুঁলেন রোনাল্ডো]

 

বিশ্বজয়ের পরে গোল্ডেন গ্লাভ হাতে নিয়ে উচ্ছ্বাস দেখান আর্জেন্টাইন গোলকিপার। মার্টিনেজের উচ্ছ্বাস নিয়ে আলোচনা হয় জোর। সেই প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”আমি কি ওরকম উচ্ছ্বাস প্রকাশের জন্য আক্ষেপ করছি?  কিছু জিনিস রয়েছে সেগুলো আমি আর করতে চাই না।” 

Advertisement

মার্টিনেজ আরও বলেন, ”আমার কেরিয়ারে কাউকে আমি আঘাত করার জন্য  কিছু করিনি। ফরাসিদের সঙ্গে আমি খেলেছি। আমার কোনও সমস্যা ছিল না ওদের সঙ্গে। আমি কেমন ধরনের মানুষ, তা জিরুকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি ফরাসি সংস্কৃতি এবং তাদের মানসিকতা জানি। সেরা গোলকিপার হওয়ার পরে আমি যে উচ্ছ্বাস প্রকাশ করেছি, তা সতীর্থদের সঙ্গে জোক বলতে পারেন। কোপা আমেরিকা জেতার পরও আমি এরকম করেছিলাম। সবাই সেই সময়ে বলেছিল, এরকম যেন আমি আর না করি। লিও-ও আমাকে নিষেধ করেছিল।” মার্টিনেজের বক্তব্যের নির্যাস হল, তিনি কাউকে আঘাত করার জন্য কিছু করেননি। যা করেছেন, তা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এরকমই। 

[আরও পড়ুন: ধরমশালা থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, আচমকা কেন অনিশ্চয়তা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ