ছবি: ফিফা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল ছেত্রীর অবসর (Sunil Chhetri Retirement) ঘোষণার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি দেশের ক্রীড়াপ্রেমীরা। অগণিত ভক্ত শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় কিংবদন্তির বিদায়বার্তায়। তার মধ্যেই সুনীলকে বিশেষ সম্মান জানাল ফিফা (FIFA)। তাদের সোশাল মিডিয়া পোস্টে রোনাল্ডো, মেসির সঙ্গে এক ফ্রেমে রয়েছেন দেশের ফুটবল অধিনায়ক। সঙ্গে সুনীলকে (Sunil Chhetri) ‘লেজেন্ড’ সম্বোধন করেছে ফিফা। কিংবদন্তির অবসর ঘোষণায় বিশেষ সম্মান জানিয়েছে তারা।
এর আগেও ফিফা ডকুমেন্টারি বানিয়েছে সুনীলকে নিয়ে। যার নাম ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক- দ্য লেজেন্ড অফ সুনীল ছেত্রী’। যেখানে উঠে এসেছে তাঁর পরিশ্রম, সাফল্য, ব্যর্থতা, ব্যক্তিগত জীবনের কথা। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। অবসর ঘোষণার মুহূর্তে ফের সুনীলকে বিশ্বের সেরা ফুটবলারদের আসনে এনে দিল ফিফা। দেশের ফুটবল ভক্তদের মধ্যেও শোনা যাচ্ছে বেদনার সুর। সোশাল মিডিয়ায় তারা ‘ধন্যবাদ’ জানাচ্ছেন সুনীলকে। তারই মধ্যে ফিফার বার্তা আরও আবেগঘন করে তুলেছে ভারতীয় ফুটবলমহলকে।
Retiring as a legend. ❤️
— FIFA World Cup (@FIFAWorldCup) May 16, 2024
বিশ্বের সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় সক্রিয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন ছেত্রী। ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন তিনি। তাঁর সামনে আছেন রোনাল্ডো (১২৮) ও মেসি (১০৬)। সর্বকালের সবচেয়ে গোলদাতার তালিকায় ভারতের ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’ রয়েছেন চতুর্থ স্থানে। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারের শেষে ফুটবলকে বিদায় জানালেন সুনীল। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন কিংবদন্তি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছেন সুনীল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.