১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

২০২৬ বিশ্বকাপের জন্য নয়া লোগো উন্মোচন করে চমক ফিফার, কেমন হল দেখতে?

Published by: Krishanu Mazumder |    Posted: May 18, 2023 6:40 pm|    Updated: May 18, 2023 11:28 pm

FIFA unveils World Cup logo । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ঢাকে কাঠি পড়ে গেল ২০২৬ বিশ্বকাপের। ফিফা সভাপতি ইনফ্যান্তিনো ও ব্রাজিলের প্রাক্তন গোলমেশিন রোনাল্ডো ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আয়োজক দেশ।

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ৩২। কিন্তু ২০২৬ বিশ্বকাপ থেকে যে দলের সংখ্যা বাড়ছে, তা আগেই জানানো হয়েছিল। ৩২টি দলের পরিবর্তে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে ৪৮। ম্যাচের সংখ্যা ১০৪টি। ৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে দলের সংখ্যা ৪টি। 

[আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, সবুজ মেরুন জার্সি উন্মোচন করল লখনউ সুপার জায়ান্টস]

 

ইতিমধ্যেই বিশ্বকাপ ফাইনালের তারিখও স্থির হয়ে গিয়েছে। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বল গড়াবে। কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল ২০ নভেম্বর। ফাইনাল হয়েছিল ১৮ ডিসেম্বর। কিন্তু ২০২৬ বিশ্বকাপ হবে আগের মতোই। অর্থাৎ জুনে শুরু। শেষ জুলাইয়ে। 

 

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হলেও প্রথমবার বিশ্বকাপ হবে কানাডাতেই। মেক্সিকোতে অতীতে দু’ বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। আর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই ফুটবলপাগলদের স্মৃতিতে কড়া নেড়ে যান দিয়েগো মারাদোনা। মার্কিন মুলুকে অবশ্য আগেও বিশ্বকাপ হয়েছে। ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। 

 

লোগোর ব্যাকগ্রাউন্ডে লেখা ‘২৬’। যেহেতু বিশ্বকাপ হবে ২০২৬ সালে, সেই কারণেই লেখা ২৬।  লোগো উন্মোচনের সঙ্গে একটি হ্যাশট্যাগও চালু করেছেন ফিফা প্রেসিডেন্ট। এই হ্যাশট্যাগ হল ‘উই আর ২৬’। 

[আরও পড়ুন: আইরিশ তারকা হ্যারির দাপটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে নামলেন কোহলি, জায়গা ধরে রাখলেন শুভমন গিল]

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে