Advertisement
Advertisement
FIFA

আবারও স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের, অধিনায়িকার একমাত্র গোলে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন স্পেন

র‍্যাঙ্কিং এবং ধারেভারে ইংল্যান্ডের থেকে অনেকখানি পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল তারা।

FIFA Women's World Cup 2023 Final: Spain Beat England Win First WC Title | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 20, 2023 6:33 pm
  • Updated:August 20, 2023 6:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশব্যাক ২০২২। মহিলাদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়ে ছিটকে গিয়েছিল স্পেন। হারের হতাশা গ্রাস করেছিল গোটা দলকে। কাট টু ২০২৩। বিশ্বকাপের মঞ্চে যেন সেই হারেরই মধুর প্রতিশোধ নিলেন স্প্যানিশ কন্যারা। আর সেই সঙ্গে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেল স্পেন।

৯০ মিনিটের ফুটবলে যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের রং। পরিসংখ্যান এখানে নেহাতই গৌণ। সে কথাই আরও একবার প্রমাণ করে দিল স্পেন। র‍্যাঙ্কিং এবং ধারেভারে ইংল্যান্ডের থেকে অনেকখানি পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল তারা। সৌজন্যে অধিনায়ক ওলগা কার্মানো। তাঁর একমাত্র গোলেই বিশ্বজয়ের নয়া ইতিহাস রচনা করল স্পেন। তবে আরও বড় ব্যবধান জিততেই পারত তারা। যদি না দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল হাতছাড়া করতেন জেনিফার হারমোসো।

Advertisement

[আরও পড়ুন: কেরিয়ারের লক্ষ্যে বাড়ি থেকে দূরে গিয়ে একাধিক পড়ুয়ার মৃত্যু! সতর্ক করছেন আতঙ্কিত অভিভাবকরা]

রবিবারের মেগা ফাইনালের শুরুটা একেবারে ফেভারিটদের মতোই করেছিল ইংল্যান্ড। প্রথম ১৫ মিনিট মাঝমাঠের দখল নিয়েছিলেন সেরিনা উইগম্যানের মেয়েরা। স্পেনের ডিফেন্সকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন তাঁরা। ১৫ মিনিটের মাথায় গোলের সুযোগ এলেও বল বারে লেগে বেরিয়ে যায়। এরপর ধীরে ধীরে খেলা নিজেদের দখলে নিতে শুরু করে স্পেন। চোখে পড়ে তিকি-তাকা ফুটবল। ১৮ মিনিটেই আসে গোলের সুযোগ। তবে তা মিস করেন সালমা পারালুয়েলো। অবশেষে ২৯ মিনিটে গোলমুখ খোলে।

ওলগার শট থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। আর তারই সঙ্গে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ৫৭ বছরের খরা কাটাতে পারল না তারা। স্প্যানিশ বাহিনীর তারুণ্যের সামনেই কার্যত হার মানতে হয় ইংল্যান্ডকে। অন্যদিকে স্বপ্নপূরণের সেলিব্রেশনে মেতেছেন স্প্যানিশ কন্যারা।

[আরও পড়ুন: পোষ্যকে মারধরে বাধা দেওয়ায় স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা, আত্মঘাতী ব্যক্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement