BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

Qatar World Cup 2022: কবে শুরু ফুটবল বিশ্বকাপ? কখন শুরু খেলা? পূর্ণাঙ্গ সূচি ঘোষণা ফিফার

Published by: Subhajit Mandal |    Posted: April 2, 2022 5:01 pm|    Updated: April 2, 2022 5:07 pm

FIFA World Cup schedule 2022: Complete match dates, times, team fixtures | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে মহাসমারোহে ২০২২ ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সেই সঙ্গে ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিও (Quatar World Cup)। আগামী ২১ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর। সচরাচর মে-জুন মাসে ক্লাব মরশুমের শেষে শুরু হয় বিশ্বকাপ। কিন্তু এবার কাতারের গরমের কথা ভেবে নভেম্বর-ডিসেম্বরে ক্লাব মরশুমের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা (FIFA)।

ভারত তথা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর হল অন্যান্য বছরের মতো এবারে সব খেলা দেখার জন্য রাত জাগতে হবে না। কাতারে (Quatar) বিশ্বকাপে অধিকাংশ গ্রুপ পর্বের ম্যাচ দুপুর থেকে সন্ধের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে নক-আউট পর্বের কিছু ম্যাচ চলবে মধ্যরাত পর্যন্ত। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচই হবে দুপুর সাড়ে ৩টে। কিছু ম্যাচ হবে সন্ধে সাড়ে ৬টায়। গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি হবে রাত সাড়ে ন’টায়। কয়েকটি ম্যাচ অবশ্য শুরু হবে রাত সাড়ে ১২টাতেও। নক-আউট পর্বের খেলাগুলি হবে রাত সাড়ে ৮টা এবং রাত সাড়ে ১২টায়।

[আরও পড়ুন: বিশ্বকাপ ড্রয়ের মঞ্চে যুদ্ধ বন্ধের ডাক, সহজ গ্রুপে মেসি-নেইমার, একনজরে পূর্ণাঙ্গ তালিকা]

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ – কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি- ইংল্যান্ড, আইআর ইরান, ইউএসএ, ইউরো প্লে-অফ
গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি- ফ্রান্স, আইসি প্লে-অফ, ডেনমার্ক, তিউনিশিয়া
গ্রুপ ই- স্পেন, আইসি প্লে-অফ ২, জার্মানি, জাপান
গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক

কোন দল কবে নামছে?
ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের মধ্যে। প্রথম দিনই নামছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। মেসির আর্জেন্টিনা নামছে বিশ্বকাপের দ্বিতীয় দিন অর্থাৎ অর্থাৎ ২২ নভেম্বর নামছে মেসির (Leo Messi) আর্জেন্টিনা। সৌদির বিরুদ্ধে সেদিন ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় নামবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স নামছে ওইদিনই রাত সাড়ে ৯টায়। ব্রাজিল বিশ্বকাপে নামবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। ওই একই দিনে ঘানার বিরুদ্ধে নামবে রোনাল্ডর (Cristiano Ronaldo) পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ রাত সাড়ে ৮টায়। বাকি দুটি ম্যাচ রাত সাড়ে ১২টায়। ১৩ এবং ১৪ ডিসেম্বর দুই সেমিফাইনাল। ম্যাচ দুটিই হবে রাত সাড়ে আটটায়। ১৮ ডিসেম্বর ফাইনাল। ফাইনাল ম্যাচের সময় রাত সাড়ে ১২টা।

[আরও পড়ুন: হাসতে হাসতে জিতল রে…, উমেশের পেস ঝড় আর ‘মাসল’ রাসেলে কুপোকাত পাঞ্জাব]

ব্রাজিলের পূর্ণাঙ্গ সূচি:
২৪ নভেম্বর: ব্রাজিল বনাম সার্বিয়া (রাত সাড়ে ১২টা)
২৮ নভেম্বর: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (রাত সাড়ে ৯টা)
২ ডিসেম্বর: ব্রাজিল বনাম ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)

আর্জেন্টিনার পূর্ণাঙ্গ সূচি:
২২ নভেম্বর: আর্জেন্টিনা বনাম সৌদি আরব (দুপুর সাড়ে ৩টে)
২৬ নভেম্বর: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (রাত সাড়ে ১২টা)
৩০ নভেম্বর: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (রাত সাড়ে ১২টা)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে