ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: শনিবার মোহনবাগানের নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে। গঠন হয়ে গিয়েছে কর্মসমিতিও। আজ, সোমবার সেই নতুন কর্মসমিতির প্রথম বৈঠকেই মনোনীত করা হবে মোহনবাগানের নতুন সভাপতি ও সহ-সভাপতিদের। আপাতত কর্মসমিতিতে সচিবকে নিয়ে রয়েছেন মোট ২২ জন সদস্য। এরমধ্যে ১১ জন অফিস বেয়ারার আর বাকি ১১ জন কর্মসমিতির সদস্য।
জানা গিয়েছে, সোমবার দুপুরে মোহনবাগানের প্রথম কর্মসমিতির সভায় সভাপতির নাম প্রস্তাব করা হবে। সেটাকে মান্যতা দেবেন বাকি সদস্যরা। এভাবেই বাকি সহ-সভাপতিদের মনোনীত করা হবে। এরপর মনোনীত সভাপতি, সহ-সভাপতিদের নাম ঘোষণা সহ-সভাপতিকে মনোনীত করা হবে তা এই বৈঠকেই ঠিক হবে। উল্লেখ্য, বৈঠকটি হবে মোহনবাগান ক্লাবে বিকেল সাড়ে ৩টের সময়।
শনিবার নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সচিব সৃঞ্জয় বোসকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। চেয়ারে বসে সেদিনই নতুন সচিব বলেছিলেন, সোমবারই তিনি কমিটির প্রথম কর্মসমিতির বৈঠক ডাকছেন। এই নতুন কর্মসমিতির প্রথম বৈঠক নিয়ে মোহনবাগান সভ্য-সমর্থকদের উৎসাহ রয়েছে যথেষ্টই। তাছাড়াও বিকেল ৪টে নাগাদ একটি সাংবাদিক সম্মেলনও করবেন সৃঞ্জয় বোস।
সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করবে। শনিবার মোহনবাগান তাঁবুতে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় মোট ১১ জন কর্মকর্তা ও ১১ জন কার্যকরী সমিতির সদস্যের নাম ঘোষণা করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.