Advertisement
Advertisement

Breaking News

ATK Mohun Bagan

চেন্নাইয়িন ম্যাচ ড্র, ডার্বির পর এখনও জয় অধরা এটিকে মোহনবাগানের

তিরি ফিরলেও ক্লিনশিট পেলেন না হাবাস।

ISL 2021: ATK Mohun Bagan were held in a draw by Chennaiyin FC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 11, 2021 9:31 pm
  • Updated:December 11, 2021 9:36 pm

এটিকে মোহনবাগান: ১ (লিস্টন)
চেন্নাইয়িন এফসি: ১ (বাজুকা)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির পর তিন ম্যাচ কেটে গেল। এখনও জয় অধরা এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan)। শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেন না এটিক মোহনবাগান ফুটবলাররা। ম্যাচ শেষ হল ১-১ গোলে।

Advertisement

আগের দু’ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরও দল যে ভাল খেলছে না, চেন্নাইয়িন (Chennaiyin FC) ম্যাচের আগে তা মানতে চাননি এটিকে মোহনবাগান কোচ হাবাস। বরং, ম্যাচের আগে ফুটবলারদের তাতাতে তিনি বলে দিয়েছিলেন তাঁর দলের ফুটবলাররাই সেরা। কিন্তু শনিবার মাঠে অন্তত নিজেদের সেরা ফুটবলটা উপহার দিতে পারলেন না সবুজ মেরুন ফুটবলাররা।

[আরও পড়ুন: ‘ফোন বন্ধ কোহলির’, বিসিসিআইকে বিঁধলেন বিরাটের ছোটবেলার কোচ]

এদিন ম্যাচের শুরুটা খারাপ হয়নি সবুজ-মেরুনের। ম্যাচের গোড়ার দিকে বেশ সংঘবদ্ধ দেখাচ্ছিল সবুজ-মেরুন ফুটবলারদের। বিশেষ করে তিরি চোট কাটিয়ে ফেরার পর দলের রক্ষণভাগকে অনেকটাই থিতু মনে হচ্ছিল। এদিন ম্যাচের প্রথম গোলটিও পায় এটিকে মোহনবাগানই। দুর্দান্ত একটি থ্রু বল থেকে অনবদ্য ফিনিশ করেন লিস্টন কোলাসো। ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। এরপরও প্রথমার্ধে খারাপ খেলেনি সবুজ-মেরুন। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে গিয়ে রক্ষণের এক মুহূর্তের ভুলে ভুগতে হল সবুজ মেরুনকে। চেন্নাইয়িনের হয়ে গোল করে সমতা ফেরালেন বাজুকা। এরপর দ্বিতীয়ার্ধেও খেলা হয়েছে সমানে সমানে। কিন্তু গোল আর আসেনি।

[আরও পড়ুন: ‘কোহলিকে অপমান করেছে বিসিসিআই’, ভারতীয় টেস্ট অধিনায়কের পাশে কানেরিয়া]

মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কাছে ৫ গোলের পর শেষ ম্যাচে জামশেদপুরের কাছে হারতে হয়েছে. ১-২ গোলে। এটিকে মোহনবাগান পরপর দুটো ম্যাচ হারছে, এই দৃশ্য দেখতে অভ্যস্ত নন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবারের আইএসএলে (ISL 2021) সেটাই দেখতে হয়েছে। শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধেও সবুজ-মেরুন শিবির যে খুব একটা ভাল পারফর্ম করল, তা বলা যাবে না। তবে পরপর দুটি হারের পর এই একটি পয়েন্ট অন্তত খানিক স্বস্তি দেবে এটিকে মোহনবাগানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ