Advertisement
Advertisement

Breaking News

ATK Mohun Bagan

অপ্রতিরোধ্য মুম্বই সিটির বিজয়রথ থামানোই চ্যালেঞ্জ, আজ মোহনবাগান নামছে পূর্ণশক্তি নিয়েই

এখনও পর্যন্ত মুম্বই সিটিকে একবারও হারাতে পারেনি মোহনবাগান।

ISL: ATK Mohun Bagan to face Mumbai City FC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2023 2:24 pm
  • Updated:January 14, 2023 2:24 pm

স্টাফ রিপোর্টার: হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজ সেদিন কথায় কথায় বলছিলেন, ‘‘অন্য দলগুলি হয়তো চেষ্টা করছে। কিন্তু এবারের আইএসএলের (ISL) লিগ-শিল্ড সবই মুম্বইয়ের ঘরে ঢুকবে।’’

এহেন মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে শনিবার মাঠে নামার আগে মোহনবাগানের (Mohun Bagan) তথ্য দেখলে সমর্থকদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ, এখনও পর্যন্ত মুম্বই সিটি এফসিকে একবারের জন্যও হারাতে পারেনি মোহনবাগান। হায়দরাবাদ কোচের প্রশংসা, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের তথ্য, কোনও কিছু নিয়েই ম্যাচের আগে খুব একটা আগ্রহ নেই মুম্বই কোচ দেস বাকিংহামের। শনিবার ম্যাচের আগে এদিন সাংবাদিক সম্মেলনে বসে বলছিলেন, ‘‘যেভাবে আমরা মরশুমটা শুরু করেছি, আর যেভাবে আমরা খেলছি, আমার কাছে খুশির কারণ এটুকুই। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হচ্ছে, শনিবার লিগের অন্যতম কঠিন ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছি।’’

Advertisement

[আরও পড়ুন: পঞ্চমবার আংটি বদল! ১৩ বছরের ছোট মডেলকে জীবনসঙ্গী বাছলেন রোনাল্ডো, দেখুন ছবি]

লিগ টেবিলের ‘এক’ নম্বরের বিরুদ্ধে ‘চার’ নম্বরের লড়াই। পয়েন্টের পার্থক্যটাও দু’দলের মধ্যে মারাত্মক, ‘দশ’। যদিও মুম্বই একটা ম্যাচ বেশি খেলেছে। এতসব তথ্যে এগিয়ে থাকলেও মোহনবাগানের বিরুদ্ধে খেলেতে নামার আগে মুম্বইয়ের জন্য খারাপ খবর হচ্ছে, চারটি হলুদ কার্ড দেখার জন্য শনিবার ফেরান্দোর দলের বিরুদ্ধে নেই দলের তারকা স্ট্রাইকার জর্জ ডিয়াজ। যিনি ইতিমধ্যে ১৩ ম্যাচে গোল করেছেন ৮টি। অ্যাসিস্ট করেছেন ৫টি। ফলে এরকম ফর্মে থাকা ফুটবলার প্রতিপক্ষ দলে খেলতে না পারলে, মোহনবাগানের কিছুটা সুবিধা তো হবেই। যেখানে আবার অনেকদিন পর ৬ জন ফিট বিদেশি ফুটবলার নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন ফেরান্দো (Juan Ferrando)। আর সাংবাদিক সম্মেলনে এসে সেই কথা বললেনও মোহনবাগান কোচ। চোটের জন্য আইএসএল (ISL) থেকে ছিটকে গিয়েছেন দীপক টাংরি। এদিন প্র্যাকটিসে থাকলেও শুরু থেকে খেলার সম্ভাবনা কম মনবীরের (Manveer Singh)। যদিও গত মরশুমের মতো এই মরশুমে ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে না লিস্টন কোলাসোকে। তবে ফেরান্দোকে অবশ্য এসব নিয়ে খুব একটা চিন্তিত মনে হল না। বলছিলেন, ‘‘ওর বয়েস কম। এখনই চিন্তার মতো কিছু হয়নি।’’

Advertisement

[আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে টি-২০ ক্যাপ্টেন হার্দিকই, রাহুলের অনুপস্থিতিতে দলে এই উইকেটকিপার]

কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে মোহনবাগানের জয়টাই যে নেই। ফেরান্দো এই প্রসঙ্গে বললেন,‘‘মুম্বইয়ের জন্য আমাদের দলে খেলার স্টাইলে কোনও পরিবর্তন হবে না। মুম্বই ভাল দল। কিন্তু জেতার জন্য অন্য ম্যাচগুলিতে যেভাবে আমরা ঝাঁপাই, সেভাবেই শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলব। তবে একটাই ভাল দিক, ৬ জন বিদেশি পাচ্ছি।’’ এদিন নতুন বিদেশি স্লাভকো এবং গালেগো দু’জনেই দলের সঙ্গে প্র্যাকটিস করলেন মোহনবাগান মাঠে। মোহনবাগানে নতুন হতে পারেন। কিন্তু আগেই নর্থইস্টে খেলার জন্য আইএসএলে আর নতুন নয়। তাই হয়তো সাংবাদিক সম্মেলনে এসে বলছিলেন, ‘মোহনবাগানের জার্সি পরে খেলা আমার জন্য কোনও চাপ নয়। যে দলেই খেলি সেই দলেই জেতার চাপ থাকে।’
আজ আইএসএলে
মোহনবাগান বনাম মুম্বই সিটি
যুবভারতী, সন্ধে ৭.৩০
স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ