Advertisement
Advertisement

বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মৌ স্বাক্ষরিত

ফুটবলের টানে বঙ্গে লা লিগার কর্তারা।

La Liga to build Football Academy in West Bengal, Mou done in the meeting during CM Mamata Banerjee's Spain visit। Sangbad Pratidin

স্পেনে লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লা লিগার জাভিয়ের তেভাস। নিজস্ব চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 11:02 pm
  • Updated:September 15, 2023 12:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বড় পদক্ষেপ নেওয়া হল। লা লিগার (La Liga) কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার (Kolkata) বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবেন। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস (Javier Tevas) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। সংস্থার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুজোর সময় ডার্বি-সহ একাধিক ম্যাচ আয়োজনে তীব্র জটিলতা, জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস]

La Liga
লা লিগার সঙ্গে মৌ চুক্তির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লা লিগার জাভিয়ের তেভাস। নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাদের সঙ্গে লা লিগার কর্তাদের বিস্তারিত কথা হয়েছে। এবং আলোচনার শেষে দুই পক্ষের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। এবং একটি ফুটবল অ্যাকাডেমি গড়বেন। আমাদের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। কোনও সমস্যা হবে না। আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক। 

Advertisement

ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়ার আগে চুটিয়ে ফুটবল খেলতেন মহারাজ। তাঁর ফুটবল প্যাশন সবার জানা। এহেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে প্রচণ্ড উত্তেজিত। লা লিগার সভাপতির সামনে দাঁড়িয়ে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বলেন, “শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে।” সৌরভ আরও যোগ করেন, “কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।” 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের সঙ্গে বাংলার নানা বিষয়ে মিলের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিল্পকর্ম, ফুটবল। বাংলায় ফুটবলের জনপ্রিয়তার কথা থেকে শুরু করে ফিফা যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি চান, বাংলা থেকেও উঠে আসুক লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মতো ফুটবলার।

দেখুন ভিডিও….

[আরও পড়ুন: মহামেডানের বিরুদ্ধে ড্র, কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ