মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে ঘরের মাঠে খেলা। এই ম্যাচে (ISL ) নামার আগে চোটের কবলে রয়েছেন মোহনবাগান (Mohun Bagan) রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলার আনোয়ার আলি ও ব্রেন্ডন হ্যামিল।
ডার্বিতেই চোট পেয়েছেন নির্ভরযোগ্য এই দুই ফুটবলার। চোট গুরুতর না হলেও মাঠে ফিরতে সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে দুই জনেরই। যদিও লিগ টেবিলের তলায় থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কোনও রকম ঝুঁকি নিয়ে চোটগ্রস্ত ফুটবলারদের খেলাতে চাইছেন না মোহনবাগান কোচ আন্তেনিও হাবাস।
এদিন রিহ্যাব করলেন আনোয়ার ও হ্যামিল। আশা করা যাচ্ছে এই দুই ফুটবলারকেই এফসি গোয়া ম্যাচে খেলানোর চেষ্টা করছেন সবুজ-মেরুন কোচ। এফসি গোয়া ম্যাচটি জেসন কামিন্সদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। শোনা গিয়েছে শৃঙ্খলাভঙ্গের জন্য ডার্বিতে না থাকলেও আপাতত সেই সমস্যা কাটিয়ে পুরোদমে অনুশীলন করছেন হুগো বুমোসও। আগামী শনিবার হায়দরাবাদের বিরুদ্ধেও লিস্টন কোলাসোকে পাচ্ছেন না হাবাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.