Advertisement
Advertisement
Mohun Bagan fans

‘এটিকে’ ইস্যুতে ফের ক্ষোভ মোহনবাগান সমর্থকদের, নিশানায় সচিব দেবাশিস দত্ত

মোহনবাগান তাঁবুতে সৌরভের করা একটি মন্তব্যে নতুন বিতর্ক সবুজ-মেরুনে।

Mohun Bagan fans angry over Sourav Ganguly's remark on ATK | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2022 1:50 pm
  • Updated:October 26, 2022 1:51 pm  

স্টাফ রিপোর্টার: পুজোর পর কিছুটা থমকে যাওয়া এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ইস্যু ফের নতুন করে জেগে উঠল মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে সৌরভের আগমনকে কেন্দ্র করে। আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি সচিব দেবাশিস দত্তর উদ্দেশ্যে।

Mohun Bagan fans angry over Sourav Ganguly's remark on ATK

Advertisement

এটিকে আর মোহনবাগানের সংযুক্তির পর সবুজ-মেরুন সমর্থকদের কাছে সবচেয়ে বড় ইস্যু ক্লাবের নামের সামনে থেকে কবে ‘এটিকে’ শব্দটি সরিয়ে দেওয়া। এই ইস্যুতে অনেকদিন থেকেই আন্দোলন করছেন মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। ক্লাবের বর্তমান শাসক গোষ্ঠীর তরফে একাধিকবার এ নিয়ে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে এখনও এ নিয়ে কোনও অগ্রগতির খবর নেই। পুজোর পর কিছুদিন হল এই নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা কিছুটা থমকে গিয়েছিল।

[আরও পড়ুন: টি-২০ থেকে অবসর নেওয়া উচিত কোহলির! পাকিস্তান হারতেই বিস্ফোরক শোয়েব]

কিন্তু মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে গিয়ে সমর্থকদের সেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টিই ফের তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে তখন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta) বসে থাকলেও কেন তিনি সৌরভের কথায় কোনও আপত্তি করলেন না, তা নিয়েই এদিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন মোহনবাগান সমর্থকরা। সৌরভ (Sourav Ganguly) এদিন হঠাৎই বলে ওঠেন, “আগে এটিকে ছিল। পরে মোহনবাগান এসে যুক্ত হয়েছে।” প্রাক্তন বিসিসিআই সভাপতি যখন এরকম বলছেন, পাশে তখন বসে রয়েছেন দেবাশিস দত্ত। কিন্তু তিনি কোনও প্রতিবাদ করেননি। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ক্ষোভ। ফলে ডার্বির আগে এটিকে (ATK) ইস্যু করে মোহনবাগানে যে আবার ঝড় উঠতে চলেছে বলাই বাহুল্য। কারণ, সচিব দেবাশিস দত্ত এই ইস্যুতে কোনও মন্তব্যই এদিন করেননি। তাই সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

[আরও পড়ুন: ‘ইয়ে ম্যায় কর লেতি হুঁ’, ঋষভ পন্থকে কটাক্ষের জবাবে কেন এমন বললেন ‘প্রেমিকা’ ইশা?]

উল্লেখ্য সৌরভ মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে গিয়ে নিজেই জানিয়েছেন, তিনি এটিকে-মোহনবাগানের ডিরেক্টর পদে ফিরতে চলেছেন। ক্লাব তাঁবুতে গিয়ে ফুটবলারদের সঙ্গেও দেখা করেছেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement