Advertisement
Advertisement
Mohun Bagan

আজ লক্ষ্য এএফসি কাপের নকআউট, ‘ফেভারিট নই’, বলছেন মোহনবাগান কোচ

এই ম্যাচে অনিশ্চিত দিমিত্রি পেত্রোতাস। হালকা চোট রয়েছে আশিক কুরুনিয়ানেরও।

Mohun Bagan to face Machhindra FC in group stage of AFC Cup 2023 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 22, 2023 2:00 pm
  • Updated:August 22, 2023 2:00 pm

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগে অপ্রত্যাশিত হার। সেদিনই আবার কোনওক্রমে ডুরান্ডের নকআউট পর্বে পৌঁছনো। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার এএফসি কাপে নামতে চলেছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের মতে, এএফসি কাপে এর কোনও প্রভাব পড়বে না। যদিও দেশীয় টুর্নামেন্টকে ভুলে গিয়ে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর মাথায় এখন একটাই চিন্তা- এএফসি কাপ। যে এএফসি কাপকে মরশুমের শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে টিম ম্যানেজমেন্ট।

প্রিলিমিনারি স্টেজে মাচিন্দ্রা এফসির (AFC Cup 2023) বিরুদ্ধে ৩-১ গোলে সহজ জয় তুলে নেওয়ার পর মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে এএফসি কাপের প্লে অফ স্টেজ ম্যাচে ঢাকা আবাহনীর সামনে মোহনবাগান। বাংলাদেশের এই দলটির বিরুদ্ধে গতবছরও জয় তুলে এনেছিল মোহনবাগান। এইরকম অবস্থাতেও নিজেদের ফেভারিট মানতে নারাজ দলের কোচ ফেরান্দো। সোমবার তিনি বলেন, “এই ম্যাচে আমরা ফেভারিট তা বলব না। ৯০ মিনিটে অনেক কিছু ঘটতে পারে। তাই ফেভারিট বলা যাবে না কাউকেই।”

Advertisement

[আরও পড়ুন: ‘পালিয়ে যাইনি, ট্রেকিংয়ে ছিলাম’, যাদবপুর কাণ্ডে অন্যতম সন্দেহভাজন অরিত্রর আত্মপ্রকাশ!]

বরং এমন অবস্থায় দাঁড়িয়ে ঢাকা আবাহনীকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ, “ওদের গতবার হারালেও এবার অন্যরকম পরিস্থিতি। সবসময় আমি প্রতিপক্ষকে গুরুত্ব দিয়ে থাকি। ম্যাচের প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ।” এই ম্যাচে মোহনবাগানের (Mohun Bagan) ভরসা হতে চলেছে তাদের আক্রমণভাগ। জেসন কামিংস ফেরান্দোর অন্যতম ভরসা। এই আক্রমণভাগকে নিয়ে রাখঢাকও করেননি প্রতিপক্ষ কোচ। ম্যাচে নামার চব্বিশ ঘণ্টা আগে ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস বলেই ফেললেন, “দলগতভাবে ওদের আক্রমণকে রুখব। অবস্থা বুঝে আক্রমণকে আটকাতে হবে।” সঙ্গে যোগ করেন, ‘‘ম্যাচের প্রথম কুড়ি মিনিট ওদের আটকাতে হবে। তারপর ধীরে ধীরে আক্রমণে যেতে হবে।”

Advertisement

তবে এই ম্যাচে অনিশ্চিত দিমিত্রি পেত্রোতাস। হালকা চোট রয়েছে আশিক কুরুনিয়ানেরও। দিমিত্রি সোমবার অনুশীলনেও আসেননি। যদিও তাঁকে নিয়ে আশার আলো দেখাতে পারেননি মোহনবাগান কোচ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “মেডিক্যাল টিম ওদের নিয়ে কাজ করছে। দেখা যাক কী হয়।” সদ্য কলকাতায় আসা মোহনবাগানের নতুন বিদেশি হেক্টর ইউস্তেও দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন।

এবারের ডুরান্ড কাপের (Durand Cup 2023) গ্রুপ লিগের ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল মোহনবাগান। সেই ম্যাচে দারুণ ফুটবল খেলেছিলেন লিস্টন কোলাসো। সাম্প্রতিক সময়ে ভাল না গেলেও এই ম্যাচে যেন নিজের ফর্ম ফিরে পেয়েছিলেন লিস্টন। সেই ফর্মকেই মঙ্গলববারও ধরে রাখতে চান তিনি। আবাহনী দলটাতে ছ’জন জাতীয় দলে খেলা ফুটবলার রয়েছেন। কলকাতায় তাঁরা এসেছেন ন’জন বিদেশি নিয়ে। যদিও এই নয় বিদেশি আসা নিয়ে দুই দলের কোচই মাথা ঘামাতে নারাজ।

[আরও পড়ুন: প্রার্থনা চলাকালীন দিল্লির চার্চে হামলা হিন্দুত্ববাদীদের! যথেচ্ছ ভাঙচুর, গ্রেপ্তার ১ ]

আজ এএফসি কাপে:
মোহনবাগান বনাম ঢাকা আবাহনী
সন্ধ্যা ৭.০০, যুবভারতী
সম্প্রচার মোহনবাগান এসজি ফেসবুক পেজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ