Advertisement
Advertisement

Breaking News

মোহনবাগান

লিগ জয়ের সম্ভাবনা ক্ষীণ, প্রথম তিনে শেষ করার লক্ষ্যে মোহনবাগান

জটিল অঙ্কে লিগ জয়ের স্বপ্ন দেখছেন সবুজ মেরুন সমর্থকদের একাংশ।

Mohun Bangan will look for an uphill battle in Calcutta Football league
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2019 12:46 pm
  • Updated:September 29, 2019 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ জয়ের আশা প্রায় নেই। লড়াইয়ে কয়েকশো যোজন এগিয়ে পিয়ারলেস এবং ইস্টবেঙ্গল। দু’দলের একটা দলও যদি নিজেদের শেষ ম্যাচ জেতে, তাহলে লিগ তাদের দখলে চলে যাবে। দু’দলই যদি হারে তাহলে কিঞ্চিৎ সম্ভাবনা আছে। তাও অনেক জটিল অঙ্কে। সেসব জটিল অঙ্কে সমর্থকদের একাংশ মাতলেও ফুটবলার বা কোচ চারও মধ্যেই সেই সম্ভাবনা নিয়ে উদ্দীপনার আঁচ মাত্র নেই। তাই মরশুমের শেষ ম্যাচের আগে মোহনবাগান শিবিরে যেন কেমন গা ছাড়া মনোভাব। কোচ কিবু ভিকুনা পেশাদারি মানসিকতা দেখালেও ফুটবলারদের মধ্যে তেমন উৎসাহ চোখে পড়েনি।

[আরও পড়ুন: ঘরোয়া লিগে ইতিহাসের দোরগোড়ায় পিয়ারলেস, চ্যাম্পিয়ন হওয়ার আশায় ইস্টবেঙ্গলও ]

রবিবার অনুশীলনে অনেকটাই গা ছাড়া মনোভাব দেখা গেল বেইতিয়া, ফ্রান গঞ্জালেজ, মোরান্তেদের। অনুশীলনে গা ঘামালেও অন্যদিনের মতো তৎপরতা দেখা যায়নি তাদের অনুশীলনে। হালকা মেজাজেই অনুশীলন করতে দেখা যায় তাঁদের। এদিকে পুজোর বাদ্যি বেজে গিয়েছে। মহালয়ার দিন তাই ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয়েছে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি। কোচ, কোচিং স্টাফ এবং বিদেশি ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয়েছে দুর্গাপ্রতিমা।

Advertisement

[আরও পড়ুন: রেনবোকে হারিয়ে ফের শীর্ষে, ঘরোয়া লিগে ইতিহাসের দোরগোড়ায় পিয়ারলেস ]

আসলে, লিগ জয়ের আশা প্রায় নেই। আপাতত প্রথম তিনে শেষ করাই লক্ষ্য সবুজ মেরুনের। শেষ ম্যাচ জিতলেই প্রথম তিন প্রায় নিশ্চিত। তবে, নিজেদের কাজটা সেরে রাখতে এদিন বড় জয়ের লক্ষ্যেই নামবে মোহনবাগান। প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘ আবার অন্য চাপে। তাদের লড়াই অবনমন বাঁচানোর। কালীঘাটের পয়েন্ট ৯ ম্যাচে ৮। অনবনমনের আওতায় থাকা রেনবো, সার্দান সমিতি এবং এরিয়ানের খেলা হয়ে গিয়েছে ১০টি করে ম্যাচ। তাদের প্রত্যেকের পয়েন্ট এখন ৯। সেখানে কালীঘাট খেলেছে ৯টি ম্যাচ। এখন শেষ ২ ম্যাচ থেকে পয়েন্ট পেলেই অবনমন বাঁচিয়ে ফেলতে পারবে তাঁরা। অন্যদিকে, মোহনবাগান আছে ১০ ম্যাচে ১৭ পয়েন্টে। শেষ ম্যাচে জয় পেলে তাঁদের পয়েন্ট হবে ২০। ইস্টবেঙ্গল এবং পিয়ারলেস দু’দলই দাঁড়িয়ে ২০ পয়েন্টে। এই পরিস্থিতিতে যদি, দু’দলই হারে তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে সবুজ মেরুনের জন্য।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ