Advertisement
Advertisement

Breaking News

Ronaldo

মাসিক বেতন সাড়ে ৪ লক্ষ, তবু রাঁধুনি জুটছে না রোনাল্ডোর

রোনাল্ডোর দাবির সঙ্গে মিলছে না রাঁধুনিদের যোগ্যতা।

Ronaldo to offer huge salary to cook, not getting one | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 20, 2023 7:48 pm
  • Updated:January 20, 2023 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড চুক্তির মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr) যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রথমবার এশিয়ার ক্লাবের হয়ে খেলতে নামবেন তিনি। কিন্তু তার আগেই সমস্যায় পর্তুগিজ মহাতারকা। শোনা গিয়েছে, রান্নার লোক পাচ্ছেন না সি আর সেভেন। নিজের খাদ্যাভ্যাস নিয়ে বরাবর খুবই সচেতন তিনি। ফলে নিজের পছন্দমতো রাঁধুনির খোঁজ করছেন রোনাল্ডো। কিন্তু শোনা যাচ্ছে, বিপুল বেতনের প্রতিশ্রুতি দিলেও পছন্দমতো রান্নার লোক পাচ্ছেন না তিনি।

সৌদি আরবের বিলাসবহুল হোটেল ফোর সিজনসে ঘাঁটি গেড়েছেন সপরিবার রোনাল্ডো। দুই তলা জুড়ে একটি সুইটে এক মাসের জন্য থাকবেন আল নাসেরের তারকা। জানা গিয়েছে, রোনাল্ডোর খাওয়াদাওয়াতে যেন কোনও অসুবিধা না হয়, তার জন্য সুইটের মধ্যেই আলাদা করে ডাইনিং হলের ব্যবস্থা থাকবে। ফোর সিজনসের অন্যতম মূল আকর্ষণ এই হোটেলের খাদ্যসম্ভার। এশিয়ার নানা দেশের পদ তৈরি করতে খুবই দক্ষ এই হোটেলের শেফরা। তবে রোনাল্ডোর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর জন্য বিশেষ রান্নার ব্যবস্থা থাকবে।

Advertisement

[আরও পড়ুন: জোর করে যুবতীর অন্তর্বাসের ভিতরে হাত! গ্রেপ্তার নেইমারের সতীর্থ দানি আলভেজ]

তবে সৌদিতে নয়, পর্তুগালে নিজের বাড়ির জন্য রান্নার লোক খুঁজতে বিপাকে পড়েছেন রোনাল্ডো। জানা গিয়েছে, ফুটবল থেকে অবসর নিয়ে পর্তুগালেই থাকতে চান সি আর সেভেন। সেই জন্য বিপুল অর্থ ব্যয় করে একটি প্রাসাদ গড়ছেন তিনি। প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে এই বাড়ি বানানো হচ্ছে। সেখানেই একজন রাঁধুনির দরকার। জানা গিয়েছে, প্রতি মাসে সাড়ে চার লক্ষ টাকা বেতন দিতেও রাজি রোনাল্ডোর পরিবার। কিন্তু এখনও পর্যন্ত নিজের মনের মতো রান্নার লোক পাননি সি আর সেভেন।

Advertisement

কিন্তু বিপুল মাইনে সত্বেও কেন যথাযথ রাঁধুনি পাচ্ছেন না রোনাল্ডো? জানা গিয়েছে, তাঁদের বাড়িতে রান্না করার জন্য বিশেষ কতগুলি শর্ত চাপিয়ছেন রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা। তার মধ্যে অন্যতম, খাঁটি পর্তুগিজ রান্না করতে হবে। শুধু তাই নয়, নানা দেশের রান্নাও খুব দক্ষতার সঙ্গে করতে হবে। জাপানি রান্নার একটি বিশেষ সেকশন থাকবে রোনাল্ডোর বাড়িতে। তাই নতুন রাঁধুনিকে জাপানি রান্নাতেও দক্ষ হতে হবে। কিন্তু একসঙ্গে সব ধরনের রান্না করতে পারা লোকের খোঁজ এখনও পাননি সি আর সেভেন। 

[আরও পড়ুন: বন্ধু চল! কাঁধে হাত, হয়তো শেষবার পাশাপাশি মেসি-রোনাল্ডো! আবেগে ভাসল বিশ্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ