ছবি এক্স
ভারত ০ কিরগিজস্তান ০ (ম্যাচ ড্র)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। শনিবাসরীয় সন্ধ্যায় দ্বিতীয় অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ম্যাচে আয়োজক দেশ তাজিকিস্তানের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও সংযোজিত সময়ে দু’টি গোল হজম করে হার মানতে হয়েছিল ভারতকে। শনিবার আগের ম্যাচের ভুলচুক শুধরে নিয়ে হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে নেমেছিলেন অভিষেক সিং, পার্থিব সুন্দর গগৈ, মহাম্মদ আইমেনরা। যদিও খেলায় মুনশিয়ানার অভাব লক্ষ্য করা গেল। ম্যাচটি শেষ হল অমীমাংসিত অবস্থায়।
১২ মিনিটে এগিয়ে যেতে পারত ভারত। যদিও সাহিলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৫ মিনিটে ভারতের গোলমুখে আক্রমণ চালায় কিরগিজস্তান। বিপদ হয়নি। ২১ মিনিটে কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেননি বিপক্ষ ফুটবলাররা। যদিও ২৫ মিনিটে কিছুটা হলেও ম্যাচের তাল কাটে। হলুদ কার্ড দেখেন ভারতের কোচিং স্টাফের এক সদস্য। রেফারির সঙ্গে তর্ক করার ফল ভুগতে হয় তাঁকে।
২৭ মিনিতে ফের সুযোগ আসে ভারতের সামনে। বক্সের ভেতরে অভিষেকের দুর্দান্ত কার্লিং ক্রস থেকে অধিনায়ক বিকাশ ইয়ুমনাম দারুণ একটা হেড রাখেন গোলে। কিরগিজ ‘রক্ষক’ কোনও মতে তা বাঁচান। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। তবে সুযোগ পেয়েছিল দু’টো দলই। ৫২ মিনিটে দারুণ জায়গা থেকে ফ্রি-কিক আদায় করে নিলেও সুযোগ হারায় কিরগিজস্তান। ৫৮ মিনিটে ভারত পালটা ফ্রি-কিক আদায় করলেও বল চলে যায় সোজা গোলরক্ষকের হাতে। গোলের সুযোগ পান দ্বিতীয়ার্ধ শুরুতে নামা সুহেল ভাটও। তাজিকিস্তানের বিপক্ষে গোল করলেও এদিন তিনিও ব্যর্থ হন। ৮১ এবং ৮৪ মিনিটেব পরপর সুযোগ হারায় ভারত। এর ঠিক পরের মিনিটে কিরগিজ স্ট্রাইকারের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। রেফারির শেষ বাঁশি বেজে ওঠে। ম্যাচের ফল রয়ে যায় গোলশূন্য।
Full time in Hisor! ⏰
It ends all square against Kyrgyz Republic as the India U23s wrap up their Tajikistan tour 🤝#INDKGZ #BlueColts #IndianFootball ⚽️ pic.twitter.com/rHQnlvbMVV
— Indian Football Team (@IndianFootball) June 21, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.