সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) জার্সি গায়ে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristinao Ronaldo)। নিজে আগুনে ফর্মে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জেতাতে পারলেন না তিনি। নামগোত্রহীন ইয়ং বয়েজের কাছে ১-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের অভিযান শুরু করল ইউনাইটেড। তবে দল হারলেও চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছিল স্পেনের ইকের ক্যাসিয়াসের। এ দিন ইয়ং বয়েজের বিরুদ্ধে নামার সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন রোনাল্ডো।
⏰ TUESDAY’S RESULTS ⏰
Goals, comebacks, drama ✅
🔝 Best performance?#UCL— UEFA Champions League (@ChampionsLeague) September 14, 2021
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সি পরার পর থেকেই ভয়ঙ্কর মেজাজে রয়েছেন পর্তুগিজ মহাতারকা। গত শনিবার নিউ ক্যাসলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে (EPL) নিজের ‘দ্বিতীয়’ অভিষেকের ম্যাচে জোড়া গোল করে শিরোনামে চলে আসেন সিআর সেভেন। ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচেও মাত্র ১৩ মিনিটেই গোল করে দেন রোনাল্ডো।
[আরও পড়ুন: SC East Bengal: সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে সিলমোহর, এসসি ইস্টবেঙ্গলে সই টমিস্লাভের]
তবে রোনাল্ডোর গোলের সুখমুহূর্ত বেশিক্ষণ উপভোগ করতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৫ম মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ওয়ান-বিশাকা। দশ জন হয়ে যাওয়ার পর রীতিমতো বিপাকে পড়ে যায় ইউনাইটেড। তবু বিরতি পর্যন্ত লিড ধরে রাখতে পেরেছিল ‘রেড ডেভিলস’। কিন্তু বিরতির কিছুক্ষণের মধ্যে গোল খেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ছেষট্টি মিনিটের মাথায় ইয়ং বয়েজের (Young Boys) গামালেউ গোল করে স্কোর ১-১ করে দেন। শেষ দিকে আরও একটা গোল হজম করে ইউনাইটেড। গোলদাতা সেইবাচেউ।
[আরও পড়ুন: পারফরম্যান্স খারাপ! টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার কোচকে ছাঁটাই করল ফেডারেশন]
এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হারের দিনে জয়ের সরণিতে ফিরেছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্তাস মালমোর বিরুদ্ধে জিতেছে ৩-০ গোলে। এদিন আরেক হেভিওয়েট ক্লাসে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ৩-০ গোলে হেরেছে মেসিহীন বার্সেলোনা (Barceloa)। বায়ার্নের হয়ে জোড়া গোল করলেন রবার্ট লেওয়েনডস্কি। অপর গোলটি করেন টমাস মুলার। আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে জিতেছে জেনিথের বিরুদ্ধে।
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
- নিজে আগুনে ফর্মে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জেতাতে পারলেন না তিনি।
- নামগোত্রহীন ইয়ং বয়েজের কাছে ১-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের অভিযান শুরু করল ইউনাইটেড।