Advertisement
Advertisement

Breaking News

AFC Asian Cup

অঘটন ঘটাতেই পারেন সুনীলরা, স্টিমাচের ভারতকে নিয়ে আশাবাদী বাইচুং

এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভারতের সামনে আজ অস্ট্রেলিয়া।

We have the team to surprise them, says Bhaichung Bhutia ahead of India vs Australia clash in AFC Asian Cup । Sangbad Pratidin

ভারতকে নিয়ে আশার কথা শোনাচ্ছেন বাইচুং। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 13, 2024 9:27 am
  • Updated:January 13, 2024 9:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া ফেভারিট ঠিকই কিন্তু অঘটন ঘটানোর বারুদ ভারতের সম্ভারেও রয়েছে। যে সে নন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই এমন আশার কথা শোনাচ্ছেন।
২০১১ সালের এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নেমেছিল ভারত (India)। ১৩ বছর পরে এশিয়ান কাপেই ফের ভারতের সামনে অস্ট্রেলিয়া। এবার কী হবে? ‘পাহাড়ি বিছে’ বলছেন, ”কী হবে কে বলতে পারে! ভারত অঘটন ঘটালে আমি অন্তত অবাক হব না। অঘটন ঘটানোর মতোই দল আমাদের। দশ বছর আগের মতো দল এবার নয় অস্ট্রেলিয়ার। দল হিসেবে আমরা আগের থেকেও উন্নতি করেছি।”

 

Advertisement

[আরও পড়ুন: ব্রাত্য পূজারা, নেই শামি, কেমন হল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল?]

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে অজি মিডিয়ায় সুনীল ছেত্রীর প্রশংসা। ২০১১ সালের এশিয়ান কাপেও সুনীল ছেত্রী দলে ছিলেন। এবারও তিনি দলের আশাভরসা। বাইচুং ভুটিয়া বলছেন, ”খুব কঠিন ম্যাচ নিঃসন্দেহে তবে ওদের বিরুদ্ধে ভালো রেজাল্ট পাওয়া অসম্ভব কিছু নয়। তবে আনোয়ার আলি, জিকসন সিং এবং আশিকের অনুপস্থিতি ভোগাতে পারে বলে মনে করেন বহু যুদ্ধের সৈনিক। পাহাড়ি বিছে বলছেন, ”এটা একটা চিন্তার বিষয়। কারণ ওরা অভিজ্ঞ প্লেয়ার। তবে আশিকের অভাব বেশি অনুভূত হবে বলেই মনে হয়। অত্যন্ত শক্তিশালী প্লেয়ার। স্পিড রয়েছে, স্কিল রয়েছে। প্রতিপক্ষের কাছে সব সময়েই ভয়ের কারণ হয়ে ওঠে আশিক। তবে আমাদের দলে অন্য ফুটবলারও রয়েছে,যারা পার্থক্য গড়ে দিতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শীঘ্রই! জাকা আশরফ দিলেন বড় ইঙ্গিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ