Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘বিশ্বকাপ খেলবে ভারতও’, কাতারের ফাইনালের দিনই স্বপ্ন দেখালেন মোদি

মেঘালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

We will be organizing an event like FIFA world cup in India, says PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 18, 2022 5:19 pm
  • Updated:December 18, 2022 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন ভারতও বিশ্বকাপে (Qatar World Cup 2022) খেলবে। এদেশেই আয়োজিত হবে ফুটবলের বিশ্বসেরার প্রতিযোগিতা। কাতার বিশ্বকাপ ফাইনালের দিন এমনই স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার মেঘালয়ে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মোদি অংশ নেন ‘নর্থ ইস্টার্ন কাউন্সিলে’র সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানেও। সেখানেই এই বিষয়ে কথা বলতে দেখা যায় তাঁকে।
ঠিক কী বলেছেন তিনি? প্রধানমন্ত্রীর কথায়, ”আজ বিদেশি দেশগুলি অংশ নেবে কাতারের ফাইনালে। কিন্তু আমি আশ্বস্ত করতে পারি, একদিন আমরাও ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করব এবং তেরঙ্গার জন্য উল্লাস করব।”

প্রসঙ্গত, বিশ্বকাপ ফুটবলে আজ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ পায়নি ভারত। তবে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে কিন্তু খেলার আমন্ত্রণ পেয়েছিল সদ্য স্বাধীন হওয়া দেশ। কিন্তু শেষ পর্যন্ত ভারত খেলতে যেতে রাজি হয়নি। এবিষয়ে সবচেয়ে প্রচলিত থিয়োরি হল তখনও ভারতীয় ফুটবলাররা খালি পায়েই খেলতে অভ্যস্ত। বুট পরে খেলতে চাননি তাঁরা। কিন্তু এই থিয়োরিকে নাকচ করে দিয়েছিলেন শৈলেন মান্না। অনেকে বলেন, সুদূর ব্রাজিলে খেলতে যাওয়ার আর্থিক সামর্থ্য ভারতীয় দলের ছিল না। এমনই নানা কথা শোনা যায়। সত্য়ি যাই হোক, বিশ্বকাপে খেলা হয়নি ভারতের। তারপর থেকে আর সুযোগও আসেনি।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে ভারত, কতটা কঠিন ফাইনালের রাস্তা?]

তবে ভারত কিন্তু বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। ২০১৭ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেই সুবাদে ফিফা আয়োজিত কোনও বিশ্ব ফুটবলের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত। সেবারের প্রতিযোগিতায় দর্শকসংখ্যা ছিল ১৩ লক্ষেরও বেশি। যা চিনের রেকর্ড ভেঙে তৈরি করেছিল নয়া নজির।

এদিকে কেন্দ্র যে ক্রীড়াক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন পদক্ষেপ করছে সেকথাও এদিন বলেন মোদি। তিনি বলেন, ”খেলাধুলোকে নিয়ে কেন্দ্র বর্তমানে নতুন অ্যাপ্রোচের সঙ্গে এগিয়ে চলেছে। আর তার ফলে লাভবান হয়েছে উত্তরপূর্ব ও উত্তরপূর্বের তরুণরা। দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় এখানেই রয়েছে।”

[আরও পড়ুন: স্ত্রীকে খুনের পর দেহ ১২ টুকরো করল স্বামী! হাড়হিম কাণ্ড ঝাড়খণ্ডে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement