Advertisement
Advertisement

‘ধোঁকা’ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার!

উত্তরে কী বললেন সুইস তারকা?

Former Champion Patt Cash accuses Roger Federer of ‘Legal Cheating’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 9:43 am
  • Updated:January 30, 2017 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফায়েল নাদালদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ‘ধোঁকা’ দিয়েছেন রজার ফেডেরার৷ এটা একেবারেই ঠিক নয়৷ বিষয়টা বৈধ হলেও এমনটা করা উচিত হয়নি ফেডেরারের৷ কেরিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পর এভাবেই সমালোচনায় বিদ্ধ হতে হল টেনিস দুনিয়ার রাজা রজারকে৷

(বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি)

রবিবার মেলবোর্ন পার্কে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস তৈরি করেছেন ফেড-এক্স৷ সেই ম্যাচে চতুর্থ সেট পর্যন্ত দুই তারকাই ২-২ সেট জিতে সমান গতিতে এগিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু পঞ্চম সেটে কোর্টে নামার আগে মেডিক্যাল চেক-আপের জন্য সময় চেয়ে নেন ফ্রেডি৷ আর এতেই আপত্তি তুলেছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন প্যাট ক্যাশ৷ তাঁর দাবি, ক্লান্তির জন্য এভাবে ম্যারাথন ম্যাচ থামিয়ে দেওয়া উচিত নয়৷ ম্যাচের মধ্যে চিকিৎসার জন্য এতক্ষণের বিরতি নেওয়া কোনওভাবেই সমর্থন যোগ্য নয়৷ ফেডেরার ধোঁকা দিয়ে ম্যাচ জিতেছেন বলেও অভিযোগ তুলেছেন ক্যাশ৷ তবে এই সমালোচনা গায়ে না মেখে নিজের পক্ষে সাফাই দিয়েছেন কিংবদন্তি সুইস তারকা৷

Advertisement

(‘প্রেমের গানের মতো রেডিওতে রোজ দেশাত্মবোধক গান বাজে না কেন?’)

ফেডেরার বলেন, “২০ বছর করে খেলছি৷ তাই খেলার নিয়মের দিকে আঙুল না তোলাই ভাল৷ টেনিসে আমিই শেষ ব্যক্তি হব, যে ইচ্ছাকৃতভাবে বিরতি নেব৷ তাই ক্যাশ কী বলছেন, আমি জানি না৷”

(ইতিহাস গড়ে ১৮তম গ্র্যান্ড স্লাম জয় ফেডেরারের)

১৮টি গ্র্যান্ড স্লামের একমাত্র মালিক আরও জানান, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই তাঁর ডান উরুতে ব্যথা ছিল৷ ওয়ারিঙ্কার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে যা আরও বেড়ে গিয়েছিল৷ ফাইনালেও ব্যথা অনুভব করেন তিনি৷ সেই কারণেই পঞ্চম সেটের আগে মেডিক্যাল চেক-আপের জন্য সময় চেয়ে নিয়েছিলেন৷ ফেডেরারের মতে, তাতে কোনও দোষ নেই৷ তিনি কোনও নিয়ম লঙ্ঘনও করেননি৷ তাই এমন অভিযোগকে আমল দিতে নারাজ পঞ্চমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement