Advertisement
Advertisement

প্রতিভার স্বীকৃতি, আন্তর্জাতিক ক্রিকেটে ডাক রেস্তরাঁ কর্মীর

এমন অসাধ্য সাধন করে দেখালেন বালুচিস্তানের হানান খান।

From making parathas to playing for pakistan, youth achieves ultimate feat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 8:40 pm
  • Updated:January 13, 2017 8:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের ১৬ ঘণ্টাই চলে যায় পরোটা তৈরি করতে। সারা দিনের ক্লান্তির পর আর পাঁচজনের মতো তারও বিশ্রাম নিতে ইচ্ছে করে। কিন্তু স্বপ্নপূরণের টানে জেগে থাকেন ১৯ বছরের যুবক। ইচ্ছে ছিল বড় ক্রিকেটার হওয়ার। অফুরন্ত পরিশ্রম করে তিনি প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন দেখলে তা বাস্তবে পরিণত করাও সম্ভব। দিনরাত রেস্তরাঁয় পরোটা বানানে ব্যস্ত এই যুবক জায়গা করে নিয়েছেন পাক ক্রিকেট দলে।

(নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন ধোনি)

এমন অসাধ্য সাধন করে দেখালেন বালুচিস্তানের হানান খান। শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দু’টি টি-টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি একাদশের হয়ে খেলবেন তিনি। ম্যাচ হবে মালয়েশিয়ার বিরুদ্ধে। এর আগে পাকিস্তান প্রিমিয়ার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়েও খেলেছেন তিনি।

Advertisement

(অফিসারদের জুতো পালিশ করতে হয়, ভিডিওয় বিস্ফোরক সেনা)

পিসিবি-র আয়োজিত হাই পারফরম্যান্সের আসরে তিনটি ম্যাচে ২৮০ রান করে নজর কেড়েছিলেন। সেই কারণেই জাতীয় ক্রিকেটে সুযোগটা চলে আসে। নিজের জীবন সংগ্রামের কথা এক পাক সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছে হানান। তিনি বলেন, “পাক বোর্ডের তরফে (পিসিবি) নির্বাচকদের যখন ফোন আসে, প্রথমে বিশ্বাস করতে পারিনি। এমন সুবর্ণ সুযোগ পেয়ে নিঃসন্দেহে দারুণ লাগছে।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ