Advertisement
Advertisement

Breaking News

আন্তর্জাতিক ম্যাচ জিতেও অন্ধকারে ভারতীয় ফুটবল

এই জয়ের কোনও সুফল নিতে পারবে না ভারতীয় ফুটবলাররা৷

Future seems dark for Indian football
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 5:29 pm
  • Updated:September 6, 2016 5:30 pm

স্টাফ রিপোর্টার: পুয়ের্তো রিকোকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে গেল৷ ফেডারেশনের অপদার্থতার মাশুল দিতে হল ভারতীয় ফুটবলকে৷

বলতে গেলে গত শনিবার মিরাকল ঘটিয়ে বসে ভারত৷ ভারতীয় ফুটবলের তেমন কোনও বড় ম্যাচ মুম্বইতে হয়নি ফলে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ভারত ৪-০ গোলে পুয়ের্তো রিকোকে হারানোর পর বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু মুশকিল হচ্ছে এত বড় ঘটনা ঘটা সত্ত্বেও তার কোনও সুফল নিতে পারবে না ভারতীয় ফুটবলাররা৷ আগামী ফেব্রুয়ারি ২০১৭-র মধ্যে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না ভারত৷

Advertisement

তার কারণ দু’টো৷ এক, সেই সময় চলবে আইএসএল৷ দুই, সেই সময় খেলার কোনও পরিকল্পনাই করতে পারেনি ফেডারেশন৷ এদিকে ফিফা পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচ খেলার নির্দিষ্ট তারিখ ঠিক করে দিয়েছে৷ অক্টোবরের ৩-১১ তারিখের পরে নভেম্বরের ৭-১৫ তারিখের মধ্যে৷

Advertisement

ফেডারেশনের সচিব কুশল দাস জানিয়েছেন, এইভাবেই ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফিফা ব়্যাঙ্কিং-এ উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে ভারত৷ যেভাবেই হোক এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ড্র হওয়ার আগে পর্যাপ্ত ফিফা পয়েণ্ট সংগ্রহ করতেই হবে৷ এই মুহূর্তে ভারতের ফিফা ব়্যাঙ্কিং হল ১৫০৷ সুতরাং যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা যাবে ততই লাভবান হবে ভারতীয় ফুটবল৷

প্রাক্তন ভারতীয় কোচ সুখবিন্দর সিংয়ের মতে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই এই ধরনের ফ্রেন্ডলি ম্যাচ খেলা খুব জরুরি৷ এবং ভারতের চেয়ে ব়্যাঙ্কিংয়ে উঁচু দলের সাথেই খেলতে হবে৷ তবে ভারতের ভাল ফল করতে গেলে অবশ্যই জাতীয় ক্যাম্পের দিনক্ষণ বাড়াতে হবে৷ তিনি আরও বলেন আইএসএলকে তুলে ধরতে গিয়ে ভারতীয় ফুটবলের ক্ষতিই করছে ফেডারেশন৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ