সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীসন্থের (Sreesanth) বল খেলতে রীতিমতো ভয় পেতেন তিনি। প্রশ্নের মুখে জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দিন কয়েক আগে লিজেন্ডস লিগ ক্রিকেটে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা লেগেছিল শ্রীসন্থের।গম্ভীরের সঙ্গে ঝামেলার জেরে শ্রীসন্থকে আইনি নোটিস ধরানো হয়েছে।
অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে হয় লিজেন্ডস লিগ ক্রিকেট।
ওই লিগে শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ম্যাচে শ্রীসন্থকে পর পর ছক্কা এবং বাউন্ডারি মারেন গম্ভীর। তারপর মাঠের মধ্যেই দুই তারকার মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় হয়। বিবাদের শুরু সেখান থেকেই।
ইনস্টাগ্রামে শ্রীসন্থের দাবি ছিল, গম্ভীর গোটা ম্যাচে তাঁকে উত্যক্ত করেছেন। শ্রীসন্থ ও গম্ভীরের ঝামেলা বহুদূর গড়ায়। এই আবহেই একটি সংবাদ মাধ্যমের তরফে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, ”কোন বোলারকে খেলতে ভয় পান আপনি?”
কিন্তু উত্তর দেওয়ার শর্তই ছিল, প্রশ্নের ভুল উত্তর দিতে হবে। গম্ভীর এই প্রশ্নের উত্তরে বলেন, তিনি শ্রীসন্থের বল খেলতে ভয় পান। যখন উত্তর দিচ্ছিলেন তখন বাঁ হাতি প্রাক্তনের মুখে খেলা করছিল হাসি।
শ্রীসন্থ ও গম্ভীরের ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন পেসারের স্ত্রী ভুবনেশ্বরীও। তোপ দেগে তিনি বলেছিলেন, বেড়ে ওঠায় সমস্যা রয়েছে গম্ভীরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.