Advertisement
Advertisement

সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়: গম্ভীর

সীমান্তে সন্ত্রাস নিয়ে দিল্লির এই ওপেনার অবশ্য আগেও মুখ খুলেছেন৷

Gautam Gambhir is against of India vs Pakistan bilateral series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 4:09 pm
  • Updated:October 19, 2016 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত৷ এ কথা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই৷ ভারতীয় ক্রিকেট বোর্ডকে সমর্থন জানিয়ে একই কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ এবার গৌতম গম্ভীরও সেই পথেই হাঁটলেন৷ সাফ জানিয়ে দিলেন, “খেলার থেকে ভারতীয়দের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ আমি তো পাকিস্তানের সঙ্গে খেলার কথা এই মুহূর্তে ভাবতেই পারছি না৷”

সীমান্তে সন্ত্রাস নিয়ে দিল্লির এই ওপেনার অবশ্য আগেও মুখ খুলেছেন৷ তিনি বরাবরই একটা জিনিস বলে এসেছেন, রাজনীতি, খেলা নিয়ে কথা বলার আগে প্রত্যেক ভারতীয়ের উচিত জওয়ানদের কথা ভাবা৷ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কেকেআর নেতা বলেন, “একটা জিনিস পরিষ্কার বলছি, সীমান্ত সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়৷ আমাদের সেই জওয়ানদের জায়গায় নিজেকে ভাবা উচিত, যাঁদের কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবাকে৷”

Advertisement

দু’বছর বাদে জাতীয় দলে ফিরেছেন গম্ভীর৷ ইন্দোর টেস্টে হাফ সেঞ্চুরিও করেছেন৷ জানালেন, বিরাট কোহলির সঙ্গে ফের ড্রেসিং রুম ভাগ নিতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না৷ গম্ভীর এদিন বলেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর মতের মিল যদি নাও হয়, তাতে ভুল কিছু নেই৷ তাঁদের দু’জনেরই লক্ষ্য হল ম্যাচ জেতা৷ দেশকে গর্বিত করা৷ আর দলের জয়ে যতটা সম্ভব অবদান রাখা৷ ২০১৩-র আইপিএলে গম্ভীর আর বিরাট মাঠে বিবাদে জড়িয়ে পড়েছিলেন৷ এই বছরও বিরাটের আরসিবি-কে হারানোর পর জয়ের উচ্ছ্বাস দেখাতে গিয়ে চেয়ারে লাথি মেরে জরিমানা দিয়েছেন তিনি৷ সেসব এখন অতীত৷ গম্ভীর জানান, তাঁর আর বিরাটের ধরন এক৷ দু’জনেই আগ্রাসী মনোভাবাপন্ন৷ বিরাটের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে তাঁর বন্ধুর সম্পর্ক৷ বাকিটা পেশাদারদের মধ্যে যেমন হয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ