Advertisement
Advertisement

Breaking News

চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা গল্ফার

রাতারাতি ২ স্ট্রোকে এগিয়ে গিয়েছিলেন অদিতি৷

Golfer Aditi Ashok Wins Indian Open
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 6:49 pm
  • Updated:November 13, 2016 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার সানডেতে ইতিহাস গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় মহিলা গল্ফার৷ গুরুগ্রামের কান্ট্রি ক্লাবে উইমেনস ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন অদিতি অশোক৷ আর সেই সঙ্গে কোনও ভারতীয় মহিলা গল্ফার হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন বেঙ্গালুরুর তারকা৷

রাতারাতি ২ স্ট্রোকে এগিয়ে গিয়েছিলেন অদিতি৷ ফাইনাল হোলের জন্য ১৩ তম বার্ডি মেরে মুশকিল আরও আসান করে ফেলেন তিনি৷ ফাইনাল রাউন্ডে ইভন-পার ৭২ করে আমেরিকার ব্রিটনি লিনসিকোম এবং স্পেনের বেলেন মোজোকে এক স্ট্রোকে পিছনে ফেলে দেন ১৮ বছরের অদিতি৷ শেষ করলেন থ্রি-আন্ডার ২১৩-য়৷ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করলেন ব্রিটনি ও মোজো৷ এই জয়ের ফলে ‘রুকি অফ দ্য ইয়ার’ পুরস্কারের দাবিদার হয়ে উঠলেন তিনি৷ এই টুর্নামেন্টে অংশ নেওয়া আরেক ভারতীয় বাণী কাপুর শেষ করলেন ৯ ওভার ২২৫ স্কোর করে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ