Advertisement
Advertisement

আলবেনিয়াকে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স

প্রথমার্ধে আলবেনিয়া দলটা দারুণ পাল্লা দিল৷ দু’টো পজিটিভ অ্যাটাক হয়েছিল প্রথম দিকে৷ কাজে লাগাতে পারলে স্লোভাকিয়ার মতো আলবেনিয়াও ইউরোতে চমক এনে দিতে পারত৷ কাজটা অসম্ভব ছিল না৷ কারণ এই আলবেনিয়ার কাছেই গত সাক্ষাতে ফ্রান্স হেরেছিল৷

Griezmann and Dimitri Payet snatch late victory against albania
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 10:57 am
  • Updated:August 6, 2021 6:55 pm  

ফ্রান্স- ২ (গ্রিজম্যান, পায়েত)
আলবেনিয়া-০
প্রসূন বন্দ্যোপাধ্যায়: রাশিয়া, পোল্যান্ড, আলবেনিয়া এই সমস্ত দলগুলিকে আর্মি রেজিমেন্টের মতো মনে হয়৷ এরা কিন্তু নব্বই মিনিট ছুটতে পারে, বল তাড়া করতে পারে৷ পাল্টা লড়াই দিতে পারে৷ গোল না খাওয়া পর্যন্ত এই দৌড়টা চলে৷ তবে একটা গোল খেলেই যেন গোটা দল থমকে যায়!
ঘরের মাঠ, সমর্থক, চেনা পরিবেশ৷ সবই ফ্রান্সের অনুকুলে৷ এভরা, পায়েত, মাতুইদি, জিরাউড৷ একের পর এক প্রথম সারির ফুটবলার কোচ দেশঁর হাতে৷ দলটার মধ্যে যেন অদ্ভূত মেলবন্ধন৷ কিন্তু আলবেনিয়ার বিরু‌দ্ধে ফ্রান্সের এই ম্যাচটাতে তেমনটা মনে হল না! এই ফ্রান্সের একটা প্লাতিনি বা জিদানের বড় দরকার৷ হতে পারে ব্যালান্সড দল৷ আতস কাঁচ নিয়ে বসলে ফ্রান্সের এই দলটাতে কোনও ম্যাচ উইনার খুঁজে পাওয়া যাবে না৷ শুরু থেকেই ফ্রান্সের মাঝমাঠ ভাল বল সরবরাহ করছিল৷ বিপক্ষ বক্সের বাইরে থেকে বেশ কয়েকটা পজিটিভ অ্যাটাকও সাজানো হয়েছিল৷ কিন্তু গোলটা কার পা থেকে আসবে! সব ম্যাচে তো আর পায়েত অভাবনীয় গোল করবেন না!
প্রথমার্ধে আলবেনিয়া দলটা দারুণ পাল্লা দিল৷ দু’টো পজিটিভ অ্যাটাক হয়েছিল প্রথম দিকে৷ কাজে লাগাতে পারলে স্লোভাকিয়ার মতো আলবেনিয়াও ইউরোতে চমক এনে দিতে পারত৷ কাজটা অসম্ভব ছিল না৷ কারণ এই আলবেনিয়ার কাছেই গত সাক্ষাতে ফ্রান্স হেরেছিল৷ পোগবাকে শুরু থেকে কেন খেলালেন না দেশঁ, বোঝা গেল না৷ দ্বিতীয়ার্ধে পোগবা আসার পরই ফ্রান্সের আক্রমণে একটু ঝাঁঝ দেখা গেল৷
খেতাবের দৌড়ে থাকা দলগুলির একটা পরিকল্পনা হল, সব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে৷ ফুটবলারদের প্রতি কোচের মেসেজ সেরকমই থাকে৷ একে তো নিজের দেশে টুর্নামেন্ট৷ তাই ইউরো খেতাব জয়ের চাপটা গলায় ফাঁস হয়েছে মনে হয় দেশঁর ছেলেদের৷ আলবেনিয়ার বিরু‌দ্ধে গোল পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হল৷ দেশঁ নিশ্চয়ই গ্রিজম্যানের পিঠ চাপড়ে দেবেন! আর পায়েতের তো এখন সময় ভাল৷ পর পর দুই ম্যাচে নায়ক৷
বুধবারের অন্য ম্যাচে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে চমকে দিল স্লোভাকিয়া৷ ১-১ ড্র দিয়ে শেষ হল রোমানিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement