Advertisement
Advertisement

Breaking News

জানেন, বিরাটদের বিরুদ্ধে কী ভেবে ব্যাট করতে নেমেছিলেন নারিন?

দেখে নিন আরসিবি-কে হারিয়ে কীভাবে জয় সেলিব্রেট করলেন নাইটরা।

Have to clinch match at any cost, says Sunil Narine crushing RCB
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 8, 2017 3:43 pm
  • Updated:July 11, 2018 10:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল তাঁকে চিনত ওয়ান্ডার স্পিনার হিসেবে। কিন্তু এবার ক্রিকেটভক্তরা তাঁকে নতুন করে আবিষ্কার করলেন। ঠিক ধরেছেন। কথা হচ্ছে সুনীল নারিনের। ব্যাট হাতে একের পর এক ম্যাচে যেভাবে ঝলসে উঠছেন তিনি, তাতে অবাক ক্রিকেটমহল। বিরাটবাহিনীর বিরুদ্ধে ম্যাচে নামার আগে কী ঘুরছিল নারিনের মাথায়?

[চিন্নাস্বামীতে নারিন ঝড়ে বিধ্বস্ত বিরাটবাহিনী]

রবিবার চিন্নাস্বামীতে ৫৪ রানের দুর্দান্ত ইনিংসের পর ক্যারিবিয়ান তারকা জানালেন, “তেমন কিছু না। শুধু লক্ষ্য ছিল হারের গ্লানি কাটিয়ে জয়ে ফিরতে হবে। সেটা সম্ভব হয়েছে। বাকি টুর্নামেন্টে এই জয়ের ধারাই বজায় রাখতে চাই।” এদিকে চোট কাটিয়ে দলে ফিরেই কামাল করেছেন ক্রিস লিন। আইপিএল দশের প্রথম ম্যাচেই গুজরাট লায়ন্সদের ১০ উইকেটে হারিয়েছিলেন নাইটরা। যেখানে ৯৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিন। এদিনও ফিরেই আরসিবি-র বিরুদ্ধে অর্ধশতরান হাঁকালেন তিনি। জানালেন, অনেক দিন পর দলে যোগ দিয়ে খানিকটা নার্ভাসই লাগছিল তাঁর। তবে পার্টনারশিপ জমে ওঠার পর রান তাড়া করাটা বেশ সহজ হয়ে গিয়েছিল। জয়ে ফেরায় ফুরফুরে মেজাজে রয়েছে নাইট শিবির।

Advertisement

[চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা অভিজ্ঞদের উপরেই, নেই নতুন মুখ]

প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। তবে লিগ তালিকার উপর দিকে থাকতে চান গৌতম গম্ভীররা। শীর্ষে থাকলে প্লে অফের একটি ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে পৌঁছে যাওয়া যাবে। তাই প্রতিটি ম্যাচে জয়কেই পাখির চোখ করছে কিং খানের দল। এবার মিশন মোহালি। প্রীতি জিন্টার দলকে হারিয়েই শহরে ফিরতে চায় গম্ভীর অ্যান্ড কোম্পানি। এবার দেখে নিন আরসিবি-কে হারিয়ে কীভাবে জয় সেলিব্রেট করলেন নাইটরা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ