Advertisement
Advertisement

জানেন, কার খেলা দেখতে সব কাজ ছাড়তে রাজি সৌরভ?

কলকাতায় পা রাখলেই তাঁদের ফ্রেমে দেখা যাবেই৷

I can leave all my work to watch Virat playing, says Sourav Ganguly

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 22, 2017 2:44 pm
  • Updated:July 8, 2022 12:03 pm

সুলয়া সিংহ: তাঁর বয়স মাত্র ২৮৷ আর এরই মধ্যে তাঁর সাফল্যের ভাণ্ডার উপচে পড়ছে৷ সময়ের চেয়ে অনেকটা আগে দৌড়চ্ছেন তিনি৷ তাঁর হাত ধরেই ভারত আরও নয়া কৃতিত্বের মালিক হয়ে উঠবে৷ তিনি টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলি৷ ক্যাপ্টেন কোহলির এমন প্রশংসা করলেন তাঁর এক ভক্ত৷ তবে যে সে ভক্ত নন৷ দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ফের জানালেন, তিনি কোহলির খেলার কত বড় ভক্ত৷

virat-sourav_web

Advertisement

ছবি: মণিশঙ্কর চৌধুরি

Advertisement

মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছিলেন, “মৃত্যুর আগে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই ছক্কাটা আরও একবার দেখতে চাই৷” অনেকটা তেমনভাবেই কোহলির প্রশংসা শোনা গেল সৌরভের গলায়৷ কলকাতায় পা রাখলেই তাঁদের ফ্রেমে দেখা যাবেই৷ সৌরভ গঙ্গোপাধ্যায় যতই ব্যস্ত থাকুন, বিরাট কোহলির জন্য ঠিক সময় বের করে নেন৷ শনিবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে ফের পাশাপাশি দেখা গেল দুই নেতাকে৷ আর সেখানেই মন খুলে ভারতীয় দলে ধোনির উত্তরসূরির তারিফ করলেন দাদা৷ বললেন, “ও এক্কেবারে তরুণ৷ তা সত্ত্বেও এত সাফল্য পেয়ে গিয়েছে৷ শচীন তেণ্ডুলকরের রেকর্ডগুলো ছুঁতে ও খুব বেশি সময় নেবে বলে মনে হয় না৷ বিরাটের খেলা দেখার জন্য আমি সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিতে পারি৷ ওর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল৷”

(সোনি ম্যাজিকে ভর করে চেন্নাই বধ বাগানের)

প্রিয় দাদার থেকে যে প্রশংসা পাওয়া কোহলির কাছে সবসময়ই আনন্দের, তা আর কার অজানা!

(সিএবির পর এবার ঐতিহাসিক ইডেনের সঙ্গে জুড়ছে সৌরভের নাম)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ