Advertisement
Advertisement

Breaking News

১৬১ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে বিশ্বকাপ হাতছাড়া হবে বিসিসিআইয়ের!

কীসের জন্য ক্ষতিপূরণ চাইল আইসিসি?

ICC asks BCCI to pay Rs 161 crore
Published by: Sulaya Singha
  • Posted:December 22, 2018 7:12 pm
  • Updated:December 22, 2018 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই আইসিসি-র নির্দেশে বিপাকে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পাক বোর্ডের বিরুদ্ধে মামলার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) যে খরচ হয়েছে তার ৬০ শতাংশ অর্থ দিতে হবে পাকিস্তানকেই। এবার মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে বিসিসিআইকেই চাপে ফেলে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি সাফ জানিয়ে দিল, ১৬১ কোটি টাকা দিতে হবে বিসিসিআইকে। নাহলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করবে ভারত।

[বিরাটের জন্যই সরে দাঁড়িয়েছিলেন কুম্বলে, বিস্ফোরক লক্ষ্মণ]

কীসের জন্য এই ক্ষতিপূরণ? আইসিসির তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল। সেই টুর্নামেন্টের জন্য আইসিসিকে বিপুল অঙ্কের কর দিতে হয়েছিল। রাজ্য সরকার বা কেন্দ্র, কোনও তরফেই কর ছাড় মেলেনি। তাই এর ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআইকে ১৬১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। শুধু তাই নয়, চলতি বছরের মধ্যেই এই অর্থ দিতে হবে ভারতীয় বোর্ডকে। নাহলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাবে না তারা। এমনকী এও হুমকি দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ দিতে না পারলে চলতি আর্থিক বর্ষে বিসিসিআইয়ের যে আয়, সেখান থেকেই অর্থ কেটে নেওয়া হবে।

Advertisement

২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার দু’বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের। কিন্তু আইসিসি-র এমন নির্দেশে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত অক্টোবরে আইসিসির যে বৈঠক হয়েছিল তার সারমর্ম চেয়েছে বিসিসিআই। কারণ তারা দেখতে চায, বোর্ডের তরফে কোথায় কর ছাড়ের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এমন কিছুই দিতে পারেনি। বোর্ডের এক সদস্য বলছেন, “আইসিসি এমন কোনও নথি শেয়ার করবে না, কারণ তাদের কাছে এমন কিছুই নেই। ওরা শুধুই ভারতের থেকে টাকা হাতাতে চায়। শশাঙ্ক মনোহর সবসময়ই বিসিসিআইকে টার্গেট করতে চান। যে খাওয়ায়, তার হাত কামড়ানোই এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।” বিসিসিআই কর্তার কথাতেই স্পষ্ট আইসিসির নির্দেশে রীতিমতো ক্ষুব্ধ বোর্ড। কেন্দ্র কর ছাড় না দিলে তার ক্ষতিপূরণ দেবে বিসিসিআই, এমন কোনও বিষয়ের কোথাও উল্লেখ নেই। তাই আইসিসি এখন ক্ষতিপূরণের দাবি তুলতে পারে না বলেই মনে করছেন বোর্ড কর্তারা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ