Advertisement
Advertisement

Breaking News

টেস্ট ব়্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারত

বিরাট কোহলিরা শীর্ষে পৌঁছে গেলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান৷

ICC Test Cricket Ranking: India got No. 1 Spot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 6:06 pm
  • Updated:August 17, 2016 8:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতু্র্থ তথা শেষ টেস্টে নামবে বিরাটবাহিনী৷ তার আগের দিনই শিবিরে এসে পৌঁছল সুখবরটা৷ টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে টিম ইন্ডিয়া৷ সৌজন্যে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার সিরিজ হার৷

১১৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা পাড়ি দিয়েছিলেন স্টিভ স্মিথরা৷ কিন্তু ঘরের মাটিতে ব়্যাঙ্কিং শীর্ষে থাকা অজিবাহিনীকে ৩-০ হোয়াইটওয়াশ করেন রঙ্গনা হেরাথরা৷ যার ফলে টেস্টে এক নম্বর জায়গা খোওয়ায় অস্ট্রেলিয়া৷ আপাতত ১০৮ পয়েন্টে তিন নম্বরে নেমে গিয়েছেন স্মিথরা৷ আর সেই সুযোগেই শীর্ষে উঠে এসেছে ভারত৷ চলতি বছরই নিউজিল্যান্ডকে হারিয়ে এক নম্বর জায়গা দখল করেছিল টিম ইন্ডিয়া৷ বিরাটদের সংগ্রহ ১১২ পয়েন্ট৷ ১১১ পয়েন্ট নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার তালিকার দু’নম্বরে উঠে এল পাকিস্তান৷

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করেন মিসবা-উল-হকরা৷ এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতেছিল পাক দল৷

Advertisement

বিরাট কোহলিরা শীর্ষে পৌঁছে গেলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান৷ যে কোনও মুহূর্তে তাঁদের টপকে যেতে পারে মিসবারা৷ তাই শীর্ষস্থান ধরে রাখতে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে ভারতকে৷ জেসন হোল্ডাররা জিতে গেলে ১০৮ পয়েন্টে নেমে যাবে ভারত৷ আর ড্র হলে ১১০ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে এক নম্বর জায়গাটা ছেড়ে দিতে হবে৷ তাই শেষ ম্যাচে জয়ই লক্ষ্য বিরাটবাহিনীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ